পারভেজ বিন হাসান : জামায়াত নেতাদের ফাঁসির রায়ে বিএনপির নিশ্চুপ থাকাকে তাদের সম্মতির লক্ষণ বলে উল্লেখ অভিহিত করলেন নৌমন্ত্রী শাহজাহান খান।
তিনি বলেন, ‘বেগম জিয়া তার এক জনসভায় বলেছিলেন, গোলাম আযম, নিজামী, কাদের মোল্লা, কামরুজ্জামান, সালাহউদ্দিন কাদের চৌধুরী কেউ যুদ্ধাপরাধী নয়। আজকে যখন আমরা তাদের বিচার করছি তারা পক্ষে বিপক্ষে কোনো কথা বলছে না। আপনারা তাহলে আজকে চুপ কেন, তার মানে আপনাদের এই মৌনতাই বলে দিচ্ছে যে আমরা সঠিক পথেই এগোচ্ছি। এবং তারা অবশ্যই যুদ্ধাপরাধী।’
বুধবার দুপুরে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের হরতাল বিরোধী এক বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
নৌমন্ত্রী আরও বলেন, আপনার কেন চুপ করে আছেন এটা আমরা জানিনা তবে জনগণ আপনাদের এই মৌনতাকে ঠিকই বুঝতে পেরেছে। বেগম জিয়া বলেছেন আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই তবে তা সঠিক এবং স্বচ্ছ হতে হবে। আমরা ইতোমধ্যে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করেছি আপনারা তখনও কিছু বলেননি, কামরুজ্জামানের ফাঁসির রায় হয়েছে আপনারা এখনও নীরব একে একে সবার রায় হচ্ছে আপনার নীরবতাই পালন করছেন তার মানে আমাদের বিচার সঠিক এবং স্বচ্ছই হচ্ছে। যদি তা না হতো তবে আপনারও আন্দোলন করতেন।
এছাড়াও তিনি বলেন, শেখ হাসিনা একজন যোগ্য সেনাপতি, তিনি জানেন কিভাবে এবং কোথায় আঘাত করে শত্রুর মনোবল নষ্ট করতে হবে। তিনি একের পর যুদ্ধাপরাধীদের বিচার করে জামায়াতের মনোবল ভেঙে দিচ্ছেন। শেখ হাসিনার কাছে আমরা আহবান জানাবো যুদ্ধাপরাধীর লাশ যেন পাকিস্তানে পাঠানো হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান