বাংলার খবর২৪.কম : গাজীপুরের বাসন সড়ক এলাকায় দু’টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তানভির আহম্মেদ, রয়েল ও সোহেল মিয়া।
জয়দেবপুর থানার (ওসি) রেজাউল করিম জানান, জামায়াতের ডাকা হরতাল চলাকালে বুধবার দেড়টার দিকে গাজীপুরের বাসন সড়ক এলাকায় একটি কাভার্ডভ্যান ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে হরতালকারীরা।
এর আগে ১০-১২ জন পিকেটার হরতালের সর্মথনে যানবাহনে হামলা চালায়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে জড়িতদের ধরতে আশেপাশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
তবে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকেল ৪ টার দিকে কাউন্সিলর তানভির আহম্মেদকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে থেকে ও রয়েল এবং সোহেল মিয়াকে ভোগড়া এলাকা থেকে আটক করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান