বাংলার খবর২৪.কম খুলনা : খুলনার ফুলতলা উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মনিরুল শেখ নামে এক যুবক নিহত হয়েছে। সে চরমপন্থি সংগঠণ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এম-এল)’র আঞ্চলিক নেতা ও তালিকাভুক্ত সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে ফুলতলা উপজেলার ধোপাখোলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি দেশি বন্দুক, ৭ রাউন্ড বন্দুকের গুলি, ৬টি বোমা ও ৪টি গুলির খোসা উদ্ধার করেছে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ত. ম রোকনুজ্জামান জানান, সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মনিরুল শেখকে পার্শ্ববর্তী নড়াইল জেলা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য ফুলতলা উপজেলার ধোপাখোলা এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মনিরুলের সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশও সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। আধা ঘন্টাব্যাপী গুলি বিনিময়কালে মনিরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ক্রসফায়ারে মনিরুল গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে চরমপন্থিরা পিছু হটলে আহত মনিরুলকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় পুলিশের ৪ সদস্যও আহত হয় বলে পুলিশ দাবি করেছে। তবে তাদের নাম প্রকাশ করেনি।
পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি দেশি বন্দুক, ৭ রাউন্ড বন্দুকের গুলি, ৬টি বোমা ও ৪টি গুলির খোসা উদ্ধার করেছে। নিহত মনিরুল ফুলতলা উপজেলার দামোদর গ্রামের আবদুস সাত্তার শেখের ছেলে। তার বিরুদ্ধে ৬টি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
শিরোনাম :
খুলনায় ক্রস ফায়ারে চরমপন্থি ক্যাডার নিহত : অস্ত্র-বোমা উদ্ধার
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০১৪
- ১৫৯০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ