বাংলার খবর২৪.কম: খুলনার পাইকগাছায় যুবলীগ নেতা বাবু গাইনের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার শান্তা গ্রামের এক গৃহবধূ (২২) কে ধর্ষণের চেষ্টা করে বাবু। অনেক ধস্তাধস্তিতে আহত হন গৃহবধূ। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার রাতে উপজেলার শান্তা গ্রামের ইয়াসিন শিকারীর স্ত্রী (২২) নিজ বসত ঘরের খাটের উপর বসে তার শিশু সন্তানকে দুধ পান করাচ্ছিলেন। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে গড়–ইখালী গ্রামের কেসমত গাইনের পুত্র যুবলীগের দুর্ধর্ষ ক্যাডার হিসেবে চিহ্নিত বাবু গাইন ঐ ঘরে প্রবেশ করে সৌর বিদ্যুতের আলো বন্ধ করে গৃহবধূকে ধর্ষণের জোর প্রচেষ্টা চালায়। এসময় বাধা দিলে ওই গৃহবধূকে কিল, ঘুষিসহ ব্যাপক মারপিট করে মারাত্মক আহত করে।
এক পর্যায়ে গৃহবধূর স্বামী ইয়াসিন ঘরে প্রবেশ করলে তাকে লাথি মেরে পাহারারত সহযোগীদের নিয়ে বাবু গাইন পালিয়ে যেতে সক্ষম হয়। ওই রাতেই আহত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনায় ঐ গৃহবধূ বাদী হয়ে বাবু গাইন, তার ভাই কামরুল গাইন, লুৎফর মোড়লের পুত্র রবিউল মোড়ল ও আমিন গাজীসহ চার জনকে আসামি করে মঙ্গলবার থানায় মামলা করে। এ ঘটনায় পুলিশ কামরুল গাইনকে গ্রেফতার করেছে।
জানা যায়, দুর্ধর্ষ এ যুবলীগ নেতা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত। বিগত আ’লীগ সরকারের পাঁচ বছরে এলাকাবাসী তার অত্যাচারে রীতিমত অতিষ্ট হয়ে ওঠেছে। উপজেলা আইন শৃঙ্খলা সভায় তাকে প্রেফতারের দাবিও করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, সাবেক এমপি’র ভাগ্নে পরিচয়ে ও তার ছত্রছায়ায় দীর্ঘদিন এ নেতা প্রশাসনের ধরা ছোঁয়ার বাইরে থাকলেও র্যাবের হাতে একবার সে আটক হয়েছিল।
তার বিরুদ্ধে পাইকগাছা থানায় চাঁদাবাজি ও বন আইনে একাধিক মামলা রয়েছে।
ওসি সিকদার আককাছ আলী জানান, ধর্ষণ প্রচেষ্টার ঘটনায় এক জনকে আটক করা হয়েছে এবং মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।