বাংলার খবর২৪.কম নড়াইল : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ ৪ জনকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রাম থেকে এই মূর্তি উদ্ধার ও ৪ জনকে আটক করা হয়। আটককৃত কষ্টি পাথরের মূর্তিটির মূল্য ২ কোটি টাকা বলে র্যাব দাবি করেছে।
আটককৃতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের মোতালেব খানের ছেলে রবিউল ইসলাম খান (৩২), মির্জাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে শামীমুর রহমান (৪০), ফরিদপুরের মধুখালী উপজেলার শ্রীপুর কর্মকারপাড়া এলাকার কালিপদ কর্মকারের ছেলে সুদীপ কর্মকার (৫১) ও খুলনার খালিশপুর থানার ৭নং মনোয়ারা জুট কোম্পাানি ঘাট এলাকার ইয়াদ আলী খাঁর ছেলে রেজাউল করিম খাঁ (২০)।
র্যাব-৬ যশোর ক্যাম্পের মেজর আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে রযামধব সদস্যরা নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের রবিউলের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই কষ্টিপাথরের মূর্তি উদ্ধার এবং ৪ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তির আনুমানিক মূল্য ২ কোটি টাকা বলে তিনি জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান