বাংলার খবর২৪.কম নড়াইল : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ ৪ জনকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রাম থেকে এই মূর্তি উদ্ধার ও ৪ জনকে আটক করা হয়। আটককৃত কষ্টি পাথরের মূর্তিটির মূল্য ২ কোটি টাকা বলে র্যাব দাবি করেছে।
আটককৃতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের মোতালেব খানের ছেলে রবিউল ইসলাম খান (৩২), মির্জাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে শামীমুর রহমান (৪০), ফরিদপুরের মধুখালী উপজেলার শ্রীপুর কর্মকারপাড়া এলাকার কালিপদ কর্মকারের ছেলে সুদীপ কর্মকার (৫১) ও খুলনার খালিশপুর থানার ৭নং মনোয়ারা জুট কোম্পাানি ঘাট এলাকার ইয়াদ আলী খাঁর ছেলে রেজাউল করিম খাঁ (২০)।
র্যাব-৬ যশোর ক্যাম্পের মেজর আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে রযামধব সদস্যরা নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের রবিউলের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই কষ্টিপাথরের মূর্তি উদ্ধার এবং ৪ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তির আনুমানিক মূল্য ২ কোটি টাকা বলে তিনি জানান।
শিরোনাম :
নড়াইলে ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০১৪
- ১৬২৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ