বাংলার খবর২৪.কম : ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে টাকা দিলে জাল কাগজ পত্রে জমি রেজিস্ট্রি হয়ে যা। সাব: রেজিস্ট্রারকে এজলাসে বসে কাজ করার নিয়ম থাকলে ও তিনি অনেক সময় খাস কামরায় বসে কার্যক্রম চালান। কমিশন দলিল সম্পাদন সহ বিভিন্ন কাজে সাব: রেজিস্ট্রার সহ তার সহকারী ইসমাইল ঘুষ লেনদেন করেন। আর বেশি টাকা হলে জাল দলিল, যারা দলিল, স্বাক্ষর করতে সময় নেন না। সরেজমিনে ঘুরে, রেজিস্ট্রি অফিসে বসে কথা বলে জানা যায় সাব: রেজিস্ট্রার প্রতি মাসে অনেক টাকা হাতিয়ে নিচ্ছেন।
সাব:রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সূত্রে জানা যায় সাব: রেজিস্ট্রি অফিসে কমিশন দলিল করতে সরকারী ফি বাবদ ৭৫০ টাকা ধার্য করা হয়েছে। এই ক্ষেত্রে ফুলবাড়িয়া সাব:রেজিস্ট্রি অফিসে আওতাধীন এলাকায় কমিশনে দলিল করতে লাগে তিন সাড়ে তিন হাজার টাকা। পার সাফ কবলা দলিল করতে শতকরা ১১ টাকা হিসেবে ব্যাংকে জমা দেওয়ার বিধান রয়েছে। এই ক্ষেত্রে দলিল প্রতি নামে ৩০০ টাকা দিতে হয় সাব:রেজিস্ট্রারকে পাওয়ার দলিল কোন ফ্রি না নেওয়ার নিয়ম থাকলেও এক্ষেত্রে ভোগান্তিতে পরতে হয়। দলিল করতে আসা লোক জনদের এই দলিল ঘুষ দিতে হয় ১৫০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত।
হেভা দলিল ফিস বিহীন করার বিধান থাকলে ও নেওয়া হয় ১৫০০ টাকা । বন্টননামা দলিল নেওয়া হয় ৫০০০ থেকে ২০,০০০ টাকা ।
দূর্নীতি অব্যাহত রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান