বাংলার খবর২৪.কম:এবার আইটেম গান দিয়ে দর্শক হৃদয়ে কাঁপন তুলতে আসছেন প্রীতি জিনতা। ব্যাপক খোলামেলারূপেই এই গানে পারফর্ম করবেন তিনি। গত কয়েক বছর ধরেই অভিনয়ে অনেক কম পাওয়া যাচ্ছে তাকে। বলিউডে প্রীতির পড়তি সময় এটা- এমনটাই বলছেন বলিউড সংশ্লিষ্টরা। ঠিক এই পড়তি সময়েই চমক নিয়ে আসছেন প্রীতি। এর আগে ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিতে একটি বারে ‘দিওয়ানি দিওয়ানি’ গানে পারফর্ম করলেও তখন আইটেম গানের প্রচলন তেমন একটা ছিল না। এবার দীর্ঘ সময় পর একটি ছবিতে পরিপূর্ণ আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন তিনি। নাম না ঠিক হওয়া এ ছবিটি পরিচালনা করছেন ফারহান আক্তার। তবে ছবিটিতে অভিনয় করবেন না, শুধু আইটেম গানেই কোমর দুলাবেন প্রীতি। তবে হঠাৎ করে আইটেম গানের মধ্যে প্রীতির এই ফেরা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। জানা গেছে, ব্যাপক খোলামেলারূপেই এই গানে পারফর্ম করবেন তিনি। গানটির কোারিওগ্রাফি করবেন গনেশ আচার্য। গানটি নিয়ে বেশ এক্সাইটেড প্রীতি। এ বিষয়ে তিনি বলেন, আইটেম গানের প্রতি ঝোঁক আমার বরাবরই ছিল। শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। আমার বন্ধু ফারহান যখন প্রস্তাবটি করলো তখন রাজি হয়ে যাই। বেশ বড় আয়োজনের এ আইটেম গানে হট প্রীতিকেই সবাই পাবেন। গানটির শুটিংয়ে খুব শিগগিরই অংশ নেবো। আশা করছি ভাল লাগবে সবার।
শিরোনাম :
আইটেম গানে ব্যাপক খোলামেলারূপে প্রীতি জিনতা
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০১৪
- ১৬৮১ বার
Tag :