বাংলার খবর২৪.কম : বগুড়ার শাজাহানপুরে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে দুই শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফুলতলা ফকিরপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শাজাহানপুর ফুলতলা ফকিরপাড়া গ্রামের একটি বাড়িতে শিবিরের গোপন বৈঠক হচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে। এসময় শিবির কর্মী মামুন এবং আলআমিন গুলিবিদ্ধ হয়।
শিবির কর্মীরা পালিয়ে গেলে শিবির কর্মী রমজান এবং তার বোন ওই বাড়ির গৃহকর্ত্রী আসমা বেগমকে আটক করে।
ছাত্রশিবিরের বগুড়া জেলা দক্ষিণ শাখার সভাপতি সাইয়েদুল আলম শীর্ষ নিউজকে জানান, ছাত্রশিবির শাজাহানপুর থানা শাখার নিয়মিত সাথী বৈঠক চলাকালে পুলিশ সেখানে উপস্থিত হয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এতে শিবিরের দুই কর্মী গুলিবিদ্ধ হয়। পুলিশ সেখান থেকে ১০/১২টি বাইসাইকেল নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, পুলিশ আসামি ধরতে গেলে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেলের বিস্ফোরণ ঘটালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান