বাংলার খবর২৪.কম: চাঁদার দাবিতে যশোর শহরের মাড়ুয়া মন্দির এলাকার একটি মদের দোকানে হামলা করেছে সন্ত্রাসীরা।
হামলার প্রতিবাদে দোকানের মালিক বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর শহর শাখার সভাপতি মাহমুদুল হাসান ও তার লোকজন কোতয়ালি থানা ঘেরাও করেছে।
মাহমুদুল হাসান অভিযোগ করেছেন, মাড়ুয়া মন্দির এলাকায় তার একটি দোকান ঘর আছে। ওই দোকানে শহরের ইয়াকুব কবীরের লাইসেন্সের মাধ্যমে অ্যালকোহল বিক্রি হয়। রিপন চৌধুরী নামে এক সন্ত্রাসী মঙ্গলবার বেলা ১১টার দিকে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে দোকান কর্মচারী শফি, সুলতান, আব্দুর রাজ্জাককে মারধর করে। পরে মাহমুদুল হাসানের নিরালাপট্টিস্থ বাড়িতে গিয়ে হামলা চালিয়ে জানালার গ্লাস ভাঙচুর করে। একই সাথে দু’রাউন্ড গুলি ছোঁড়ে।
পরে দোকানের অন্যান্য কর্মচারী ও সৈনিক লীগের কর্মীরা ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের আটকের দাবিতে কোতয়ালি থানা ঘেরাও করে।
তিনি আরো বলেন, ইতিপূর্বে রিপন চৌধুরী ওই এলাকায় চাঁদার দাবিতে একাধিকবার হামলা চালিয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় বহু মামলা আছে।
এ বিষয়ে কোতয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই জহুরুল হক জানিয়েছেন, মাড়ুয়া মন্দির সংলগ্ন এলাকার একটি দোকানে হামলা ও মারপিট করার অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।