বাংলার খবর২৪.কম : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় এক শিক্ষকের বাড়িঘর ভাঙচুর করেছে এলাকাবাসী।
সোমবার দেবাশীষ দয়াময় নামের এক স্কুল শিক্ষকের ফেসবুক অ্যাকাউন্টে মহানবী (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়।
এ ঘটনার পর থেকেই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে তার বাড়িতে হামলা চালায়।
ঘটনাস্থলে পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এ নিয়ে এখনো উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার লালপুর গ্রামের ছেলে দেবাশীষ স্থানীয় লালপুর এসকে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
সোমবার রাতে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে রাসুল (সা.) কে নিয়ে একটি আপত্তিকর স্ট্যাটাস দেন।
রাতেই এই স্ট্যাটাস নিয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার বাড়িতে হামলা চালায়। পরে দেবাশীষ ফেসবুক থেকে তার স্ট্যাটাসটি তুলে ফেলেন এবং এ বিষয়ে ক্ষমা চেয়ে আরেকটি স্ট্যাটাস দেন।
মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আশুগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে আটক করে।
লালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোর্শেদ মাস্টার জানান, দেবাশীষ মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় রাতে তার বাড়িতে হামলা চালায় এলাকাবাসী। তবে দেবাশীষ আমাকে জানান, তিনি লালনের একটি গানের কলি লিখেছেন।
এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর জানান, মহানবীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আমরা দেবাশীষকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান