বাংলার খবর২৪.কম : ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ‘রঞ্জু ডিজিটাল স্টুডিও’ থেকে বিপুল পরিমাণ ভুয়া জাতীয় পরিচয়পত্র ও পর্নো সিডিসহ মালিক রঞ্জু আহমেদ (২০)কে আটক করেছে।
মঙ্গলবার দুপুরে রঞ্জু আহমেদকে আটক করা হয়। তিনি ওই স্টুডিও’র মালিক। এ সময় স্টুডিও থেকে একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর কুদরত-ই-খুদা জানান, অবৈধভাবে ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে জেলা শহরের চাকলা পাড়ার রঞ্জু ডিজিটাল স্টুডিওতে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্টুডিও থেকে বিপুল পরিমাণ ভুয়া জাতীয় পরিচয় পত্র, পর্নো সিডি, একটি কম্পিউটার, একটি প্রিন্টার জব্দ করাসহ স্টুডিও’র মালিক রঞ্জু আহমেদকে আটক করা হয়।
পর্নো সিডি রাখার অভিযোগে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করে আদালত এবং ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরির অপরাধে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
তিনি আরো জানান, এই জায়গা থেকে ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরি করে মোবাইলে সিম কার্ড উত্তোলনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করা হতো।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির আহমেদ। র্যাবের অতিরিক্ত কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল এ সময় উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান