বাংলার খবর২৪.কম : নাটোরের বড়াইগ্রামে একটি অটো রাইস মিলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাকিব (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত দুই শ্রমিক।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গড়মাটি এলাকায় এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও স্থানীয়রা জানান, শ্রমিক নিয়োগ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গড়মাটি কলোনীপাড়া ও গড়মাটি গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ মঙ্গলবার সকালে গড়মাটি গ্রামের শ্রমিকরা রশিদ অটো রাইস মিলে কাজ করতে গেলে কলোনী পাড়ার শ্রমিকরা তাদের মিল থেকে বের করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে গড়মাটি গ্রামের শ্রমিকরা সংগঠিত হয়ে মিলের সামনে অবস্থান নেয়। এ সময় কলোনীপাড়ার শ্রমিকরাও তাদের মুখোমুখি অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে তিনজন আহত হন। আহতদের মধ্যে গড়মাটি গ্রামের সাকিব ও সাইফুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাকিব মারা যান। সাইফুদ্দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অপর আহত সুমনকে বনপাড়াস্থ একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান