বাংলার খবর২৪.কম : ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল-হাসানের জোড়া সেঞ্চুরিতে খুলনা টেস্টের প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সবকটি উইকেট হারিয়ে ৪৩৩ রান তুলেছে মুশফিক বাহিনী।
ওপেনার তামিম ইকবাল ইনিংসের শুরু থেকেই নিজের মারমুখি স্বভাবের বিরুদ্ধে খেলে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। প্রায় আট ঘন্টা ব্যাটিং করে ৩৩২টি বল খেলে ১০টি চারে সাহায্যে ১০৯ রান করেছেন তামিম।
তবে সাকিব আল-হাসানের ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরিটি ছিলো অনেকটা ঝড়ো গতির। প্রথম দিনের শেষ দিকে উইকেটে আসার পর থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন সাকিব। শেষ পর্যন্ত একই ভাবে খেলে প্রায় তিন বছর পর টেস্ট সেঞ্চুরিটি তুলে নিয়েছেন তিনি। এটি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে সাকিবের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত দলীয় ৩৮৩ রানের মাথায় আউট হওয়ার আগে ১৮০টি বল খেলে ১৮টি চার ও দুইটি ছক্কার সাহায্যে ১৩৭ রান করেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম দিনের সংগ্রহ তিন উইকেটে ১৯৩ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিং করেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল-হাসান। এরপর সাকিব আল-হাসান প্রথম দিনের মতোই আক্রমণাত্মক খেলতে থাকেন। এবং তামিম ইকবাল ধীর গতিতে এগুতে থাকেন। দুই জন দুইভাবে খেলে চতুর্থ উইকেট জুটিতে ১৩২ রান যোগ করে দলকে বড় সংগ্রহ এনে দেন তারা।
দলীয় ৩০৫ রানের মাথায় হ্যামিল্টন মাসাকাদজার বলে আউট হয়েছেন তামিম। এরপর সাকিবের সাথে জুটি বাঁধেন অধিনায়ক মুশফিকুর রহিম। অবশ্য বেশিক্ষণ টিকেনি এই জুটি। দলীয় ৫২২ রানের মাথায় ব্যক্তিগত ১১ রান করে রান আউটের শিকার হয়েছেন মুশফিক।
অধিনায়ক ফেরায় শুভাগত হোমকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন সাকিব আল-হাসান। কিন্তু দলীয় ৩৮৩ রানের মাথায় সাকিবকে সরাসরি বোল্ড আউট করেন ওয়ালার।
এরপর দলীয় রান আরও বৃদ্ধি করতে স্পিনার তাইজুল ইসলাম উইকেটে এসেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। অষ্টম ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসে মাত্র ৪৪ বল খেলে ৪টি চারের সাহায্যে ৩২ রান করেন তাইজুল। যা দলীয় রানকে সাড়ে চার’শর কাছাকাছি নিতে সাহায্য করে। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ৪৩৩ রান তুলে বাংলাদেশ।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনার তামিম ইকবালের অনবদ্য ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৯৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। প্রথম দিনে বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ৭৪ রানে অপরাজিত ছিলেন। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ৫৬ এবং মমিনুল হক ৩৫ রান করেন।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৩৩ (তামিম ১০৯, শামছুর রহমান ২, মমিনুল হক ৩৫, মাহমুদুল্লাহ ৫৬, সাকিব আল-হাসান ১৩৭, মুশফিকুর রহিম ১১, শুভাগত হোম ১৫, তাইজুল ইসলাম ৩২, শাহাদাত হোসেন ১৮, জুবায়ের হোসেন ১, রুবেল হোসেন ০*-পানিয়াঙ্গারা ৪৯/২, চাতাড়া ৬১/২, ওয়ালার ৬৫/২)