(মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান): আন্দোলন আন্দোলন বলে বিএনপি বেশ সোচ্চার। রোজার আগে থেকে হুঙ্কার দিয়ে আসছেন দলটির নেতারা। ক্ষমতাসীনদের পক্ষ থেকে নানা রকম কথা বলা হচ্ছে। হুঙ্কার দেওয়া হচ্ছে সমানতালে। দেশের রাজনীতির মাঠের বড় দুটি দলের পাল্টাপাল্টি এই হুঙ্কারে দিশেহারা সর্বস্তরের সাধারণ মানুষ।
অসহনীয় দ্রব্যমূল্য বিশেষ করে সাধারণ মানের চালের কেজিও ৫০ টাকার উপরে। মাছ-গোশতের দাম আকাশ ছোঁয়া। বিক্রি বা চাহিদা বেশি হলে মূল্য কম রাখার ব্যবসায়িক পদ্ধতির চির পরিচিত চিত্রও পাল্টে গেছে। ঈদ ও রোজার আগে যে গরুর গোশত বিক্রি হতো ২৬০ থেকে ২৮০ টাকা কেজি, সেটা অবাধে বিক্রি হয়েছে ৩২০ টাকা কেজি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার মতো জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বশীলদের সেখানে দেশবাসী খুঁজে পায়নি। এক হালি ডিম ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এই সরকার ক্ষমতায় আসার আগে যা বিক্রি হতো বড় জোর ১৬ থেকে ১৮ টাকায়।
মাছ ব্যবসার সুবাধে ক্ষমতাসীনদের নিজের ক্রয় ক্ষমতা দিয়ে অন্যদের বিচার করলে তো চলবে না। সাধারণ মানুষ তো আর মন্ত্রী-এমপি বা নেতা-পাঁতি নেতা বা তাদের স্বজন নন যে তাদেরও পোয়া বারো হবে। বাজারে গিয়ে আকাশচুম্বি দামে সদায় করবে। সবাই তো আর গরিব দেশের অর্থমন্ত্রী নন, যিনি বলতে পারেন সাড়ে ৪ কোটি টাকা কোনো টাকাই না। লুটপাট আর অনৈতিকতা কতটা লাগাম ছাড়িয়ে গেলে দায়িত্বশীল পর্যায় থেকে এমন মন্তব্য বা বক্তব্য প্রকাশ্যে রাখা যায়; সেটারই নির্লজ্জ বহিঃপ্রকাশ ঘটেছে অর্থমন্ত্রীর কথায়। এটাই মনে করে দেশের ৯০ শতাংশ সচেতন মানুষ।
দেশের বেশির ভাগ মানুষ সংকটকাল অতিক্রম করছে। তারা ঈদের পর কী ঘটে সে আশঙ্কায় শঙ্কিত। বিএনপিসহ ২০ দলীয় জোট নাগরিকদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার দাবিতে মাঠে নামার কথা। তারা সেটা কতটা পারবে, তা নিয়ে নিজেদের মধ্যেই নানা রকম কানাঘুষা চলছে। রোড ফর ডেমোক্রেসিতে তাদের মনে যে অবিশ্বাসের বীজ ঠাঁই করে নিয়েছে, সেখান থেকেই তাদের এ প্রশ্ন। তাদের অভিযোগের তীর কেন্দ্রীয় নেতাদের প্রতি, যারা সেদিন নিজেদের লুকিয়ে রেখেছিলেন। তৃণমূলের নেতারা আরো বেশি ক্ষিপ্ত কেন্দ্রীয় সেই পলাতক বীর নেতাদের প্রতি।
তৃণমূলের নেতা-কর্মীদের দাবি, তারা দেশের ৯০ শতাংশ এলাকায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করেছিলেন। অথচ কেন্দ্রীয় নেতাদের অবহেলা তাদের সে ত্যাগ-শ্রম ও আন্দোলন ফলপ্রসূ হতে পারেনি। তাদের মতে, চিহ্নিত সেই নেতাদের আগে শপথ করাতে হবে, তারা যেন অতীতের মতো না পালান। রাজপথ না ছাড়েন। তারা স্পষ্ট করে বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। ক্ষমতাসীনদের অত্যাচার-নির্যাতনে তারা অতিষ্ঠ। তাই তারা বিরোধী দলকে গালমন্দ করছে কার্যকর আন্দোলন না করায়। সর্বোপরি মাঠ এখন আন্দালনের জন্য প্রস্তুত। তাদের মতে, একটা বাঁশির অপেক্ষায় নানা কারণে ত্যক্ত-বিরক্ত-ক্ষুব্ধ আম জনতা।
আবার কারো কারো মতে, বিএনপিকে আন্দোলনে যাওয়ার আগে বা নামার আগে কিছু সিদ্ধান্ত নিতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে তাদের এ বক্তব্য। তাদের মতে, আন্দোলনে ক্ষতিগ্রস্তদের ব্যাপারে কী কী করণীয়, আগে সেটা নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে হবে। আইনী সহায়তা দিতে হবে। এমনটা শুরু হলে লুকিয়ে থাকা মানসিকতার লোকজনও গর্ত থেকে বেরিয়ে আন্দোলনে যুক্ত হবে। এদিক দিয়ে বিএনপির ঘাটতি রয়েছে বলে তাদের দৃঢ় অভিমত।
সব মিলিয়ে আন্দোলনের হুমকি জনমনে ভীতির সৃষ্টি করছে বললে খুব বেশি বলা হবে না। আর দল এবং দলীয় কর্মসূচির প্রতি খোদ দলীয় নেতাদের রহস্যজনক পিছু টান তৃণমূলসহ দেশের মানুষকেও যারপরনাই বিস্মিত করেছে। তাই দলীয় ফোরামসহ সর্বত্রই এই দাবি উঠেছে যে, আন্দোলনে নামার আগে তথা আরেকবার হোঁচট খাওয়ার আগে কেন্দ্রীয় নেতাদের আত্মশুদ্ধি করে নেওয়া সময়ের দাবি।
শিরোনাম :
মন্তব্য প্রতিবেদন : বিএনপির কেন্দ্রীয় নেতাদের আত্মশুদ্ধি সময়ের দাবি
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০১৪
- ১৮১৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ