বাংলার খবর২৪.কম : মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতার অভিযোগে বদলি হয়েছিলেন নগরীর কেশবপুর পুলিশ ফাঁড়ির সদস্য ও নগর পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ।
পনের দিন পরেই আবারো ফিরে এসেছেন নগরীর রাজপাড়া থানায়।
অভিযোগ উঠেছে, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন তিনি। আর সেই টাকার বিনিময়ে নগর পুলিশের কয়েক শীর্ষ কর্তা তাকে সেখানে নিয়ে এসেছেন। প্রভাব খাটিয়ে পুলিশ সদস্যদের বদলির অভিযোগও রয়েছে এসআই শামীমের বিরুদ্ধে।
সম্প্রতি রাজশাহী থেকে প্রকাশিত একটি স্থানীয় সংবাদপত্রে শামীমের সঙ্গে মাদক কানেকশন নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
এর প্রেক্ষিতে তাকে নগরীর মাদকরাজ্য খ্যাত কেশবপুর ফাঁড়ি থেকে উপশহর পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়। এর পনের দিনের মাথায় গত ২৪ নভেম্বর আবারো তিনি রাজপাড়া থানায় ফিরে আসেন।
অভিযোগ উঠেছে, উপশহর ফাঁড়িতে দায়িত্বপালনকালীন তিনি নগরীর গুড়িপাড়ায় নিয়োমিত আসতেন। এরই মধ্যে সেখানকার পাঁচ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার করে মোট ৫০ হাজার টাকা নেন। রাজপাড়া থানায় ফিরতে সেই টাকা তুলে দেন নগর পুলিশের কয়েক শীর্ষ কর্মকর্তার হাতে। ওই পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে এর আগে অন্য পুলিশ সদস্যদের বদলি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গুড়িপাড়া এলাকার নারী মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এসআই মনোয়ার হোসেনকে সম্প্রতি তিনি আরএমপির পূর্বাঞ্চলে বদলি করেন।
যোগাযোগ করা হলে এসব অভিযোগ অস্বীকার করেন এসআই শামীম।
একইসঙ্গে এ নিয়ে সংবাদ প্রকাশ না করতেও প্রতিবেদককে অনুরোধ করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান এসআই শামীমের রাজপাড়া থানায় যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বদলির কারণ ও প্রক্রিয়া তার জানা নেই বলে জানান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান বিষয়টি তার জানা নেই বলে জানান, বদলির বিষয়টি পুরোপুরি উপ-পুলিশ কমিশনার সদর দেখভাল করেন। এ নিয়ে তার সঙ্গে কথাবলার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখারও আশ্বাস দেন। পরে এ বিষয়ে কয়েক দফা যোগাযোগ করেও উপপুলিশ কমিশনার সদর তানভীর হায়দার চৌধুরীর সঙ্গে মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।