বাংলার খবর২৪.কম : বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, মধ্যবর্তী নির্বাচন না দিলে দেশে মধ্যবর্তী সর্বনাশ হতে পারে। কারণ জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কেউ কখনো টিকতে পারেনি। আওয়ামী সরকারও টিকতে পারবে না।
সোমবার বিকালে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
৭৪ সালের দুর্ভিক্ষ ও ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে শেখ হাসিনা প্রতিনিয়ত নির্লজ্জভাবে মিথ্যাচার করছেন।
রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগ অতীত থেকে কোনো শিক্ষা নেয়নি বলেই বার বার হোঁচট খেয়েছে।
এসময় তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্রের ঘসেটি বেগম বলে আখ্যা দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান