বাংলার খবর২৪.কম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের পর এবার সামসুন্নাহার হল থেকে হিজবুত তাহরীর এবং ছাত্রী সংস্থার সদস্য সন্দেহে তিন ছাত্রীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আটকের পর ওই ছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার সকালে সামসুন্নাহার হল থেকে ওই ছাত্রীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী ফাহমিদা আকতার (রুম-১০৯), বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের উম্মে কুলসুম কলি (রুম-৪০০৬) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের ছাত্রী মায়মুনা আকতার।
এছাড়া হল কর্তৃপক্ষ আরো এক ছাত্রীকে ছাত্রী সংস্থার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ করেছেন। ওই ছাত্রীর নাম ইসরাত জাহান ইলা (পলি) ৪র্থ বর্ষ, রুম নং ১০৯। তবে তিনি বর্তমানে হলে নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
হল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, কয়েকদিন আগে হলের নামাজ ঘরে বেশ কিছু ইসলামী বই পাওয়া যায়। বিষয়টি হল কর্তৃপক্ষের নজরে আসলে কারা এর সঙ্গে সম্পৃক্ত তা জানার জন্য কর্তৃপক্ষ গোয়েন্দা নজরদারি করতে থাকেন।
আজ ভোরে ওই তিন ছাত্রী ফযরের নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করেন। এই নামাজ পড়াই ওই ছাত্রীদের কাল হয়ে দাঁড়ালো। এসময় গোয়েন্দা নজরদারিতে থাকা ছাত্রলীগ ও হল কর্মচারী ওই তিন ছাত্রীকে হিজবুত তাহরীর ও ইসলামী ছাত্রী সংস্থার সদস্য সন্দেহে আটক করে জেরা করতে থাকেন।
পরে হল শাখা ছাত্রলীগের সভাপতি নিশিতা ইকবাল নদী ও সাধারণ সম্পাদক রওশন আর নিতুলের নেতৃত্বে ছাত্রলীগের নেত্রীরা ওই তিন ছাত্রীকে হলের একটি কক্ষে বন্দি করে মারধর করে বলেও অভিযোগ উঠেছে।
বিষয়টি হল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানলেও তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ না নেওয়ারও অভিযোগ উঠেছে বলে জানা গেছে।
ক্যাম্পাসে কর্তব্যরত বিভিন্ন পত্রিকা ও অনলাইনের সাংবাদিকেরা দুপুর ১২ টার দিকে হল প্রভোস্টের সঙ্গে দেখা করতে চাইলে প্রভোস্ট তাদের হলে আসার অনুমতি দেন। কিন্তু সাংবাদিকেরা হলের সামনে আসলে প্রভোস্ট সাংবাদিকদের সঙ্গে বিতর্কিত আচরণ করেন। এসময় প্রভোস্টের নির্দেশে সাংবাদিকদের হলের অভ্যন্তরে প্রবেশ করতে দেয়া হয়নি।
হল প্রভোস্ট সাংবাদিকদের আবার ১০ মিনিট পরে আসতে বলেন। পরবর্তীতে দীর্ঘ দেড় ঘন্টা বসিয়ে রাখার পর দুপুর দেড়টার দিকে হল প্রভোস্ট ও ঢাবি প্রক্টর সাংবাদিকদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
প্রভোস্ট অধ্যাপক ড. সাজেদা বানু সাংবাদিকদের বলেন, হিজবুত তাহরীর ও ছাত্রী সংস্থার সদস্য সন্দেহে ৩ ছাত্রীকে আটক করা হয়েছে এবং আরো একজনের নাম জানা গেছে। তাদের কাছ থেকে ১৫/২০টা ইসলামী বই পাওয়া গেছে। তবে কে কোন দলের সে বিষয়টি এখনও জানা যায়নি।
তিনি আরও বলেন, ওই ছাত্রীদের হলের আসন বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তবে তাদের পুলিশে না দিয়ে পরিবারের হাতে তুলে দেয়া হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, ওই তিন ছাত্রীর বিরুদ্ধে একাডেমিকভাবে ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান।
এছাড়া তাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে অভিযোগ উঠেছে, ছাত্রী হলগুলোতে ছাত্রলীগের সঙ্গে সাধারণ ছাত্রীদের ব্যক্তিগত দ্বন্দ্ব ও হলের আবাসন সংকটের কারণে হল কর্তৃপক্ষ ও ছাত্রলীগের নেত্রীরা সাধারণ ছাত্রীদের ওপর শিবির, হিজবুত তাহরীর অভিযোগে দিয়ে হল থেকে বের করে দিচ্ছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে একইভাবে ২০ ছাত্রীকে হল থেকে বের করে দেয় হল শাখা ছাত্রলীগ ও হল কর্তৃপক্ষ। তাদের যৌথ অভিযানেই এমনটি করা হচ্ছে বলেও অনেক ছাত্রী অভিযোগ করেছেন।