বাংলার খবর২৪.কম : বগুড়ার আদমদীঘিতে আওয়ামীলীগ-জামায়াতের মধ্যে সংঘর্ষের পর পুলিশ অভিযান শুরু করেছে। এ পর্যন্ত সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারীসহ জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ১০ টার দিকে জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সকালে সংঘর্ষের পরপরই পুলিশ জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযান শুরু করে। অভিযানে আদমদীঘি সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ইদ্রিস আলী, জামায়াত নেতা ফরিদুল ইসলাম দুলু, জামায়াত কর্মী মিজানুর রহমান ও আব্দুল হান্নান এবং শিবির কর্মী আজিজুল খান ও আবু সাঈদকে আটক করা হয়েছে। এদের মধ্যে মিজানুর ও ফরিদুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়।
আদমদীঘি থানার ওসি মোসলেম উদ্দিন জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তাদের আটক করা হয়েছে। তবে আটকের অভিযান অব্যাহত আছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান