বাংলার খবর২৪.কম : টেকনাফের লেদা আন-রেজিস্টার্ড রোহিঙ্গা বস্তিতে একদল দুর্বৃত্ত যুবককে গুলি করে বিকাশ দোকানের সর্বস্ব লুট করে নিয়েছে। গুলিবিদ্ধ ওই যুবককে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবকের পরিবার জানায়, রোববার ভোরে টেকনাফ উপজেলার লেদা বাজার টাওয়ার সংলগ্ন আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ লোকমান, নুর আলম ও আবু শামা নামে এক যুবকসহ আরো লোকজন নিয়ে লেদা আন-রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের ৩২৮নং শেডে লেদা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাদির হোছনের ছেলে মো. ছিদ্দিকের (২৫) ইজিলোড, ফেক্সিলোড ও বিকাশে দোকানে ঘুমন্ত অবস্থায় গুলিবর্ষণ করে রক্তাক্ত করে।
পরে রক্তাক্ত অবস্থায় দোকানে ঢুকে গলায় থাকা স্বর্ণের চেইন, আংটি, মোবাইল দুটি, ল্যাপটপ ও নগদ প্রায় ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
গুলিবর্ষণের বিকট শব্দে মুসলিম এইড হাসপাতালের গার্ডরা জড়ো হয়ে ধাওয়া করলে দুর্বৃত্তরা দক্ষিণ-পশ্চিম পাহাড়ি এলাকা ঢুকে পড়ে।
খবর পেয়ে টেকনাফ থানার টহল পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ মো. ছিদ্দিককে প্রথমে মুসলিম এইড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে গুলিবিদ্ধ যুবকের বাবা ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাদির হোছন জানান, মো. ছিদ্দিক (ছেলে) যখন গুলিবিদ্ধ অবস্থায় কাতরাচ্ছিল তখন উপরোক্ত ব্যক্তিদের সনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছিল। ছেলের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতাল হতে চমেক হাসপাতালে হস্তান্তর করেছে।
টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। টেকনাফ থানার ওসি মো. মোক্তার হোসেন জানান, এখনো কেউ এজহার নিয়ে আসেনি। তবে ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।