বাংলার খবর২৪.কম:বিএনপিকে গর্জন-সর্বস্ব দল আখ্যা দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা আন্দোলন করতে গিয়ে পথ হারা হয়ে গেছে।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধুর এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ কামালের জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি রাজনীতির চোরাবালিতে ডুবে গেছে। তাদের আন্দোলন যত গর্জে, তত বর্ষে না। তাই সরকার পতন আন্দোলন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’তিনি বলেন, রাজনীতির মাঠে যত বাধায় আসুক শেখ হাসিনার নেতৃত্বে আমরা তা মোকাবেলা করব। সরকারের উন্নয়ন ও অর্জন আর বলতে হবে না। শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে নতুন ইতিহাস তৈরি করেছেন।
মন্ত্রী বলেন, ‘এখন জনগণ টের পাচ্ছে না। আগামী দুই দশক পর আওয়ামী লীগের এই উন্নয়ন তারা বুঝতে পারবেন। এখন শেখ হাসিনা মৃত্যুবরণ করলেও তিনি ইতিহাসের কিংবদন্তি হয়ে থাকবেন।’ তিনি বলেন, এতদিন আমরা উন্নয়ন উপহার দিয়েছি, এবার উপহার দেব সুশাসন। সুসজ্জিত মিথ্যার চেয়ে ন্যাড়া সত্য অনেক ভাল। আমাদের দেশের অনেক রাজনীতিবিদ সুসজ্জিত মিথ্যা কথা বলেন। বিএনপি এই মিথ্যাচার থেকে বের না হলে তাদের আন্দোলন কোনোদিন জনমুখী হবে না।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, যুবসমাজের মধ্য থেকে যদি কেউ শেখ কামালের মত হতে পারেন, তবে শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়া সম্ভব। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শোক দিবস পালন করতে বেশি টাকা লাগে না। নিজেদের মধ্য থেকে চাঁদা তুলে এই এই অনুষ্ঠান করবেন। দয়া করে কারো কাছ থেকে চাঁদাবাজি করবেন না। এটা করে বঙ্গবন্ধুর মুত্যু দিবসকে কলুষিত করবেন না।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের সভাপতিত্বে আলোনা সভায় আরো উপস্থিত ছিলেন- যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান