বাংলার খবর২৪.কম : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই জালাল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রেন ও ট্রাকের চালকসহ ছয় জন আহত হন। রোববার সকালে ভবানীপুর লেভেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ট্রেনের চালক কেওয়াটখালী রেলওয়ে কলোনীর হালিম উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন (৫৫), ফুলবাড়ীয়ার খিলিগাঁও গ্রামের এমদাদুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৫), নেত্রকোনার মালদির মোক্তম হোসেনের ছেলে ফরিদ মিয়া (২৮), বারহাট্টা উপজেলার মধুপুর গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে মো. খোকন মিয়া (৩০), ট্রেনের যাত্রী মোহনগঞ্জের আমিরুল ইসলামের ছেলে নয়ন মিয়া (৪৩)। তবে ট্রেনের সহকারী চালক আজিজুর রহমান এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
এলাকাবাসী জানান, নাসিরাবাদ ট্রেনটি বোকাইনগর রেলস্টেশন অতিক্রমের পর বালু বোঝাই (ঢাকা মেট্টো-ট-১৮-০৭৮৪) ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি লেভেলক্রসিং থেকে প্রায় ২০ গজ দূরে দুমড়ে-মুচড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এলাকাবাসীর ধারণা ইঞ্জিনে ওঠা যাত্রী জালাল মিয়া (৩০) ট্রাক ও ইঞ্জিনের সংঘর্ষের কারণে মাথার ঘিলু পেটের কিছু অংশ ছিটকে যায়।
এ ঘটনায় চট্টগ্রাম-গৌরীপুর রেলপথে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ঘণ্টা রেললাইনের কয়েকটি সিøপারও ক্ষতিগ্রস্থ হয়। তাৎক্ষণিক মেরামত কাজ শুরু করে রেলওয়ের প্রকৌশল বিভাগ। অতিরিক্ত একটি ইঞ্জিন এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ট্রেনের গার্ড নুর মোহাম্মদ জানান, চারটি যাত্রীবাহী, দুটি মালবাহীবগিসহ সাতটি বগি নিয়ে ট্রেনটি চট্টগ্রামের নাসিরাবাদ রেলওয়ে জংশন থেকে ছেড়ে এসেছে। প্রায় তিন শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি ভবানীপুর নামক ক্রসিং অতিক্রমের সময় দুর্ঘটনার শিকার হয়।
এদিকে বেলা ১টায় দুর্ঘটনা কবলিত এলাকায় কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম এসে নিহত জালাল মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।