বাংলার খবর২৪.কম : পাবনা সদর থানার এসআই জাহিদকে বরখাস্ত করা হয়েছে।
শহরের শালগাড়ীয়া মহল্লায় ফরিদা ইয়াসমিন নামের এক নারীর সাথে রাতে মধু চন্দ্রিমার সময় তার নামে ইস্যুকৃত সরকারি একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন খোয়া যাওয়ার অপরাধে রোববার তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই এস আই’র কথিত বান্ধবী ও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।
সদর থানার একটি বিশ্বস্ত সূত্র জানান, এ ঘটনায় পাবনা সদর থানার এসআই নাজমুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সোমবার ডিউটি শেষে এসআই জাহিদুল ইসলাম জাহিদ রাত ৯ টার দিকে তার কথিত বান্ধবী ফরিদা ইয়াসমিনকে নিয়ে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার টিবি হাসপাতালের পেছনের একটি বাসায় রাত যাপন করেন।
ফরিদা ইয়াসমিন সিরাজগঞ্জ শহরের জানপুর ব্যাংকপাড়ার শহিদুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
রাতের কোন এক সময় ৮ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ওই এসআই জাহিদের পিস্তলটি হারিয়ে যায়। সকালে পিস্তল হারানোর ঘটনায় চেঁচামেচি শুরু হলে প্রতিবেশীদের মধ্যে ঘটনাটি ফাঁস হয়ে যায়।
ঘটনার ২ দিন পর ২৯ অক্টোবর বুধবার থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ওই বাড়ির ছেলে কাজী সালাউদ্দিন সুজন ও ফরিদা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে ২ দিন জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করেছে।
পাবনা সদর থানার এসআই জাহিদের বান্ধবীর সাথে রাত কাটানোর সময় অস্ত্র হারানোর বিষয়টি শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে গত ৫দিনেও অস্ত্রটি উদ্ধার হয়নি।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, ২ দিন আগেই এসআই জাহিদকে দায়িত্বহীনতার অভিযোগে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
অস্ত্রটি উদ্ধারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।