বাংলার খবর২৪.কম : টেকনাফে সন্ত্রাসী হামলায় কলেজ শিক্ষক শামসুল আলম নিহতের ঘটনায় ৩৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী দিলশাদ বেগম।
রোববার দুপুরে স্থানীয় আব্দুল মালেককে প্রধান আসামি করে এ মামলা (নং-৪) দায়ের করা হয়।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা। অন্যথায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, জমি বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় আহত হয়ে চমেক হাসপাতালে নেয়ার পথে গত ৩১ অক্টোবর রাতে মারা যান টেকনাফ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শামসুল আলম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান