অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

সরকারের ব্যর্থতার সমালোচনা বন্ধ করার উদ্দেশ্যেই কালাকানুন :মঈন খান

বিএনপিবাংলার খবর২৪.কম: গণমাধ্যম নিয়ন্ত্রণ করতেই সরকার সম্প্রচার নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। একইসঙ্গে গণমাধ্যমের কণ্ঠরোধের এই নীতিমালা বাতিলের দাবি জানিয়েছে দলটি। পাশাপাশি এই নীতির বিরুদ্ধে সাংবাদিকসহ পেশাজীবী মহলকে নিজেদের অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়েছে। মঙ্গলবার বিকালে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো তার সঙ্গে দেশের গণতন্ত্র জড়িত। সাংবিধানিক অধিকারের প্রশ্ন জড়িত। মানুষের অধিকার জড়িত। মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা জড়িত। এর সঙ্গে আপনাদের মহান সাংবাদিকতার পেশা জড়িত। এই পেশায় নিয়োজিত কর্মী হিসাবে আপনাদের স্বাধীনতা, অধিকার ও মর্যাদার প্রশ্ন জড়িত। নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে মেয়াদ প্রলম্বিত করে ক্ষমতায় টিকে থাকা বর্তমান প্রশ্নবিদ্ধ মন্ত্রিসভা জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদন দিয়েছে। এর নাম ‘সম্প্রচার নীতিমালা’ করা হলেও উদ্দেশ্য ও কার্যকারিতার দিক থেকে এটি মূলত ‘সম্প্রচার নিয়ন্ত্রণ ও দলন নীতিমালা’। মঈন খান বলেন, “সম্প্রচার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, জনগণের আন্দোলন-সংগ্রাম, সরকারের বাইরের সব রাজনৈতিক-সামাজিক-পেশাজীবী সংগঠনের বক্তব্য ও সংবাদ এবং গণবিচ্ছিন্ন সরকারের অপকর্ম ও ব্যর্থতার সমালোচনা বন্ধ করার উদ্দেশ্যেই যে এই কালাকানুন তৈরি হয়েছে তাতে কারো কোনো সন্দেহ নেই। এই জঘন্য কালাকানুন অমান্য করলে শাস্তির বিধান রেখে সম্প্রচার মাধ্যমকে ভয় দেখিয়ে সম্পূর্ণভাবে শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন করার অপচেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং হীন উদ্দেশ্যে প্রণীত এই কালাকানুন অনতিবিলম্বে বাতিলের দাবি জানাই। বিএনপির এ সিনিয়র নেতা বলেন, সাংবাদিকদের পেশাগত সংগঠনসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকরা ইতিমধ্যে মতপ্রকাশের স্বাধীনতা হরণের উদ্দেশ্যে প্রণীত এই কালাকানুনের বিরুদ্ধে সমালোচনামুখর হয়েছেন। প্রতিবাদ জানিয়েছেন। আমরা সব সমাজশক্তিকে আরো সোচ্চার হবার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এই তথাকথিত নীতিমালায় একটি সম্প্রচার কমিশন গঠনের বিধান রাখা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের দ্বারা গঠিত একটি সার্চ কমিটি ওই কমিশন গঠন করবে। তার অর্থ হচ্ছে, ওই কমিশন হবে সম্পূর্ণভাবে সরকারের পছন্দের ও আজ্ঞাবহ একটি কমিশন। যে কমিশনকে বিধি প্রণয়নসহ সম্প্রচার-মাধ্যম নিয়ন্ত্রণের সীমাহীন ক্ষমতা ও কর্তৃত্ব দেয়া হয়েছে। এটা মিডিয়ার স্বাধীনতা হরণ ও সরকারের আজ্ঞাবহ প্রোপাগা-া মেশিনারিতে পরিণত করার এক বিপজ্জনক অস্ত্র হিসাবে কাজ করবে। মঈন খান বলেন, “ভয়ংকর বিষয় হচ্ছে, ওই কমিশন গঠনের আগ পর্যন্ত সরকারের তথ্য মন্ত্রণালয় কমিশনের সকল ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী থাকবে এবং তারা তা প্রয়োগ করতে পারবে। তার অর্থ হচ্ছে বেসরকারি সম্প্রচার মাধ্যমগুলোও সরাসরি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এতে মতপ্রকাশ, সংবাদ প্রচার ও সাংবাদিকতার স্বাধীনতা পুরোপুরি কেড়ে নেয়া হচ্ছে। নতুন সম্প্রচার প্রতিষ্ঠানসমূহকে লাইসেন্স দেয়ার কর্তৃত্বই কেবল নয়, যে-সব প্রতিষ্ঠান এখন সম্প্রচারে রয়েছে তাদেরকে আবারো নতুন করে লাইসেন্স নেয়ার বিধান করে সরকার ওই প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যত অনিশ্চিত করে ফেলেছে। তিনি বলেন, “অনুষ্ঠানে সরাসরি বা বিজ্ঞাপনের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের বক্তব্য বা মতামত প্রচার করা যাবে না বলে বিধিনিষেধ আরোপ করে বিরোধী দলের সভা-সমাবেশ, প্রেস কনফারেন্স সরাসরি কিংবা ধারণ করে প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তথাকথিত নীতিমালায় আইন-শৃঙ্খলা ভঙ্গ করতে উৎসাহ প্রদান করতে বা সহানুভূতি সৃষ্টি করতে পারে এমন অনুষ্ঠান ও বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে কোনো বিদ্রোহ, নৈরাজ্য ও হিংসাত্মক ঘটনা প্রদর্শন করা এবং আইন-শৃঙ্খলা ভঙ্গ করে বা আইন অমান্য করার পক্ষে সহানুভূতি সৃষ্টি করে এমন কিছু দেখানো নিষিদ্ধ করা হয়েছে। এগুলো সরকারের পছন্দের নয় এমন রাজনৈতিক কর্মকান্ড, জনগণের আন্দোলন, পেশাজীবীদের সংগ্রাম ও মানুষের অধিকারের পক্ষে মতামতকে নিয়ন্ত্রণ করার কালাকানুন হিসাবেই জারি করা হয়েছে এবং এসবের ভয়াবহ ও যথেচ্ছ অপব্যবহারের আশংকা রয়েছে। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার নামে বিভিন্ন বাহিনীকে সরকার ভয়ংকরভাবে অপব্যবহার করছে। এসব বাহিনীর একশ্রেণীর সদস্য জনবিচ্ছিন্ন সরকারের আশকারা পেয়ে বিভিন্ন স্থানে খুন-খারাবি, চাঁদাবাজি, অপহরণ, গুমসহ গুরুতর সব অপরাধে জড়িয়ে পড়েছে। এই সময়ে তথাকথিত নীতিমালায় তাদের ভাবমূর্তি বিনষ্ট করে এমন দৃশ্য প্রদর্শন বা বক্তব্য প্রদান নিষিদ্ধ করে এসব জঘন্য অপরাধকেই উৎসাহিত করা হয়েছে। এতে জনগণের জান-মাল-সম্পদের নিরাপত্তা আরো বিপন্ন হবে এবং জনগণের কাছে বিভিন্ন বাহিনীর জবাবদিহিতা ও স্বচ্ছতা মোটেও থাকবে না। আওয়ামী লীগ মুখে যাই বলুক তারা মানুষের মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় কখনো বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি। মঈন খান বলেন, অতীতে আওয়ামীলীগ সংবাদ পত্রের কণ্ঠ রোধ করেছে। এখনও সংবাদ ও টক-শোগুলো নানাভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তিনি বলেন, “এই তথাকথিত নীতিমালায় বিকল্প মিডিয়া হিসেবে গড়ে ওঠা সোশ্যাল নেটওয়ার্ক ও ইন্টারনেট ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণেরও ইঙ্গিত দেয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় এলে সম্প্রচার নীতিমালাসহ সব কালো আইন বাতিল করবে। এছাড়া বিএনপি জোটের চলমান আন্দোলনে এই ইস্যুটিও প্রাধান্য পাবে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

সরকারের ব্যর্থতার সমালোচনা বন্ধ করার উদ্দেশ্যেই কালাকানুন :মঈন খান

আপডেট টাইম : ০৫:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০১৪

বিএনপিবাংলার খবর২৪.কম: গণমাধ্যম নিয়ন্ত্রণ করতেই সরকার সম্প্রচার নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। একইসঙ্গে গণমাধ্যমের কণ্ঠরোধের এই নীতিমালা বাতিলের দাবি জানিয়েছে দলটি। পাশাপাশি এই নীতির বিরুদ্ধে সাংবাদিকসহ পেশাজীবী মহলকে নিজেদের অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়েছে। মঙ্গলবার বিকালে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো তার সঙ্গে দেশের গণতন্ত্র জড়িত। সাংবিধানিক অধিকারের প্রশ্ন জড়িত। মানুষের অধিকার জড়িত। মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা জড়িত। এর সঙ্গে আপনাদের মহান সাংবাদিকতার পেশা জড়িত। এই পেশায় নিয়োজিত কর্মী হিসাবে আপনাদের স্বাধীনতা, অধিকার ও মর্যাদার প্রশ্ন জড়িত। নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে মেয়াদ প্রলম্বিত করে ক্ষমতায় টিকে থাকা বর্তমান প্রশ্নবিদ্ধ মন্ত্রিসভা জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদন দিয়েছে। এর নাম ‘সম্প্রচার নীতিমালা’ করা হলেও উদ্দেশ্য ও কার্যকারিতার দিক থেকে এটি মূলত ‘সম্প্রচার নিয়ন্ত্রণ ও দলন নীতিমালা’। মঈন খান বলেন, “সম্প্রচার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, জনগণের আন্দোলন-সংগ্রাম, সরকারের বাইরের সব রাজনৈতিক-সামাজিক-পেশাজীবী সংগঠনের বক্তব্য ও সংবাদ এবং গণবিচ্ছিন্ন সরকারের অপকর্ম ও ব্যর্থতার সমালোচনা বন্ধ করার উদ্দেশ্যেই যে এই কালাকানুন তৈরি হয়েছে তাতে কারো কোনো সন্দেহ নেই। এই জঘন্য কালাকানুন অমান্য করলে শাস্তির বিধান রেখে সম্প্রচার মাধ্যমকে ভয় দেখিয়ে সম্পূর্ণভাবে শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন করার অপচেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং হীন উদ্দেশ্যে প্রণীত এই কালাকানুন অনতিবিলম্বে বাতিলের দাবি জানাই। বিএনপির এ সিনিয়র নেতা বলেন, সাংবাদিকদের পেশাগত সংগঠনসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকরা ইতিমধ্যে মতপ্রকাশের স্বাধীনতা হরণের উদ্দেশ্যে প্রণীত এই কালাকানুনের বিরুদ্ধে সমালোচনামুখর হয়েছেন। প্রতিবাদ জানিয়েছেন। আমরা সব সমাজশক্তিকে আরো সোচ্চার হবার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এই তথাকথিত নীতিমালায় একটি সম্প্রচার কমিশন গঠনের বিধান রাখা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের দ্বারা গঠিত একটি সার্চ কমিটি ওই কমিশন গঠন করবে। তার অর্থ হচ্ছে, ওই কমিশন হবে সম্পূর্ণভাবে সরকারের পছন্দের ও আজ্ঞাবহ একটি কমিশন। যে কমিশনকে বিধি প্রণয়নসহ সম্প্রচার-মাধ্যম নিয়ন্ত্রণের সীমাহীন ক্ষমতা ও কর্তৃত্ব দেয়া হয়েছে। এটা মিডিয়ার স্বাধীনতা হরণ ও সরকারের আজ্ঞাবহ প্রোপাগা-া মেশিনারিতে পরিণত করার এক বিপজ্জনক অস্ত্র হিসাবে কাজ করবে। মঈন খান বলেন, “ভয়ংকর বিষয় হচ্ছে, ওই কমিশন গঠনের আগ পর্যন্ত সরকারের তথ্য মন্ত্রণালয় কমিশনের সকল ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী থাকবে এবং তারা তা প্রয়োগ করতে পারবে। তার অর্থ হচ্ছে বেসরকারি সম্প্রচার মাধ্যমগুলোও সরাসরি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এতে মতপ্রকাশ, সংবাদ প্রচার ও সাংবাদিকতার স্বাধীনতা পুরোপুরি কেড়ে নেয়া হচ্ছে। নতুন সম্প্রচার প্রতিষ্ঠানসমূহকে লাইসেন্স দেয়ার কর্তৃত্বই কেবল নয়, যে-সব প্রতিষ্ঠান এখন সম্প্রচারে রয়েছে তাদেরকে আবারো নতুন করে লাইসেন্স নেয়ার বিধান করে সরকার ওই প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যত অনিশ্চিত করে ফেলেছে। তিনি বলেন, “অনুষ্ঠানে সরাসরি বা বিজ্ঞাপনের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের বক্তব্য বা মতামত প্রচার করা যাবে না বলে বিধিনিষেধ আরোপ করে বিরোধী দলের সভা-সমাবেশ, প্রেস কনফারেন্স সরাসরি কিংবা ধারণ করে প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তথাকথিত নীতিমালায় আইন-শৃঙ্খলা ভঙ্গ করতে উৎসাহ প্রদান করতে বা সহানুভূতি সৃষ্টি করতে পারে এমন অনুষ্ঠান ও বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে কোনো বিদ্রোহ, নৈরাজ্য ও হিংসাত্মক ঘটনা প্রদর্শন করা এবং আইন-শৃঙ্খলা ভঙ্গ করে বা আইন অমান্য করার পক্ষে সহানুভূতি সৃষ্টি করে এমন কিছু দেখানো নিষিদ্ধ করা হয়েছে। এগুলো সরকারের পছন্দের নয় এমন রাজনৈতিক কর্মকান্ড, জনগণের আন্দোলন, পেশাজীবীদের সংগ্রাম ও মানুষের অধিকারের পক্ষে মতামতকে নিয়ন্ত্রণ করার কালাকানুন হিসাবেই জারি করা হয়েছে এবং এসবের ভয়াবহ ও যথেচ্ছ অপব্যবহারের আশংকা রয়েছে। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার নামে বিভিন্ন বাহিনীকে সরকার ভয়ংকরভাবে অপব্যবহার করছে। এসব বাহিনীর একশ্রেণীর সদস্য জনবিচ্ছিন্ন সরকারের আশকারা পেয়ে বিভিন্ন স্থানে খুন-খারাবি, চাঁদাবাজি, অপহরণ, গুমসহ গুরুতর সব অপরাধে জড়িয়ে পড়েছে। এই সময়ে তথাকথিত নীতিমালায় তাদের ভাবমূর্তি বিনষ্ট করে এমন দৃশ্য প্রদর্শন বা বক্তব্য প্রদান নিষিদ্ধ করে এসব জঘন্য অপরাধকেই উৎসাহিত করা হয়েছে। এতে জনগণের জান-মাল-সম্পদের নিরাপত্তা আরো বিপন্ন হবে এবং জনগণের কাছে বিভিন্ন বাহিনীর জবাবদিহিতা ও স্বচ্ছতা মোটেও থাকবে না। আওয়ামী লীগ মুখে যাই বলুক তারা মানুষের মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় কখনো বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি। মঈন খান বলেন, অতীতে আওয়ামীলীগ সংবাদ পত্রের কণ্ঠ রোধ করেছে। এখনও সংবাদ ও টক-শোগুলো নানাভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তিনি বলেন, “এই তথাকথিত নীতিমালায় বিকল্প মিডিয়া হিসেবে গড়ে ওঠা সোশ্যাল নেটওয়ার্ক ও ইন্টারনেট ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণেরও ইঙ্গিত দেয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় এলে সম্প্রচার নীতিমালাসহ সব কালো আইন বাতিল করবে। এছাড়া বিএনপি জোটের চলমান আন্দোলনে এই ইস্যুটিও প্রাধান্য পাবে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল উপস্থিত ছিলেন।