বাংলার খবর২৪.কম : রাজশাহীতে পৃথক অভিযানে ৩৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দিবাগত রাতে রাজশাহীর চারঘাটের রাওথা এবং শুক্রবার মধ্যরাতে একই উপজেলার মুক্তারপুর এলাকা থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
রোববার দুপুরে বিজিবির রাজশাহী ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক আনোয়ার-উল-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাত সাড়ে ৩টার দিকে ৩৭ বিজিবির চারঘাট বিকল্প সীমান্ত ফাঁড়ির একটি টহলদল ওই এলাকার রাওথা পদ্মার চরে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ২৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ভারত থেকে ফেনসিডিল চোরাচালানে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকাও জব্দ করা হয় ।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ৩৭ বিজিবির ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির টহলদল একই উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় আরো ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় আলাদা এ অভিযানে কাউকে আটক করা যায়নি। এছাড়া উদ্ধারকৃত ফেনসিডিল প্রচলিত বিধান মোতাবেক যথাসময়ে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান