বাংলার খবর২৪.কম : সৌরজগতে যত গ্রহ আছে, সবগুলোর প্রতিই আগ্রহ রয়েছে বিজ্ঞানীদের এবং কোন গ্রহে কি হচ্ছে না হচ্ছে, তা জানার জন্য তারা সবসময়েই উন্মুখ। কিন্তু ভাবুন তো, এবার অন্য কোনো চোখ রাখছে পৃথিবীর ওপরে, তবে কেমন হবে?
সম্প্রতি দেখা গেছে, বৃহস্পতি চোখ রাখছে পৃথিবীর ওপর। অন্তত বৃহস্পতির এক সাম্প্রতিক ছবি দেখে তাই মনে হচ্ছে। এপ্রিলের ২১ তারিখে হাবল স্পেস টেলিস্কোপের তোলা এই ছবিতে মনে হচ্ছে বৃহস্পতির পৃষ্ঠে এক অতিকায় চোখ আর তা নজর রাখছে পৃথিবীর দিকেই। এই “চোখ” আসলে বৃহস্পতির পৃষ্ঠে চলমান বিশাল এক সাইক্লোন যাকে ডাকা হয় Jupiter’s Great Red Spot। নাসা’র মতে, জুপিটারের চাঁদ গ্যানিমিডের ছায়া পড়েছে ঠিক এই সাইক্লোনের মাঝখানে, যার ফলে একে দেখাচ্ছে চোখের মতো।
নাসা এক বিবৃতিতে বলে, তাদের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে সৌরজগতের বিভিন্ন গ্রহের অদ্ভুত সুন্দর এসব রূপ। কিন্তু যখন দেখা যায় এই গ্রহ উলটো আমাদের দিকে তাকিয়ে আছে, তখন ভয় পেতে হয় বই কি। এই বিশাল গ্রহের ১০ হাজার মাইল ব্যাসের “চোখ” এর ওপর গ্যানিমিডের ছায়া পড়ে সেই চোখের তারা(Pupil) তৈরি করেছে।
সুত্রঃ হাফিংটন পোষ্ট
শিরোনাম :
বৃহস্পতিও নজর রাখছে পৃথিবীর উপর!
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০১৪
- ১৭২৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ