বাংলার খবর২৪.কম ডেস্ক : দিল্লি জামে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারির এক অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হলেও নিমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে ইমামের সমালোচনায় ফেটে পড়েছে মোদি সমর্থকরা।
নিজের ছেলেকে শাহি ইমাম হিসেবে ঘোষণা করতেই আগামী ২২ নভেম্বর এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করার ঘোষণা দিয়েছেন তিনি। এতে দেশ বিদেশের ধর্মীয় এবং রাজনৈতিক নেতাদের নিমন্ত্রণ জানানো হয়েছে। তবে শাহি ইমামের দাওয়াত পাননি প্রধানমন্ত্রী মোদি। যদিও অনুষ্ঠানের ডিনার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও। তিনি পাক প্রধানমন্ত্রীকে তার পরিবারের পুরনো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।
এ নিয়ে শাহি ইমামের সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে ইমাম বুখারি বলেন,‘এটা আমার অনুষ্ঠান। এখানে কাকে নিমন্ত্রণ করব আর কাকে করব না, এটা আমার একান্ত বিষয়। ব্যাক্তিগতভাবে আমি নরেন্দ্র মোদিকে পছন্দ করি না। ২০০২ সালের দাঙ্গার জন্য ভারতের মুসলমানরা তাকে কোনোদিন ক্ষমা করবে না। ‘
এ সময় তিনি প্রশ্ন করেন,‘তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরইবা মুসলমানদের জন্য কি করেছেন?’ তবে এ বিষয়ে মোদির কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান