প্রতিবেদক ঢাকা: মুন্সীগঞ্জের মাওয়ায় লঞ্চডুবির ঘটনায় এমএল পিনাক-৬ এর মালিক এবি সিদ্দিক কালু, ওই লঞ্চের সারেং ও সুকানিসহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূইয়া মঙ্গলবার লৌহজং থানায় এ মামলা দায়ের করেন।
ফৌজদারী দণ্ডবিধির ২৮০, ২৮২, ৩০৪ (খ) ধারায় বেপরোয়া যান চলাচল, ভাড়ার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মাওয়া ঘাটে যাওয়ার পথে সোমবার বেলা ১১টার দিকে পদ্মায় ডুবে যায় পিনাক-৬ নামের লঞ্চটি।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ওই লঞ্চের ১২৭ জন যাত্রী এখনো নিখোঁজ; উদ্ধার করা হয়েছে দুটি লাশ।
লঞ্চটির মালিক এবি সিদ্দিক কালু মেদিনীমণ্ডল ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তার বাড়ি মাওয়া ঘাটের কাছে দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামে।