বাংলার খবর২৪.কম : রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় শনিবার সকালে জামায়াত-শিবির ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এতে রাজিব নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল পৌনে ৯টার দিকে কাজীপাড়া আল হেলাল হাসপাতালের সামনে থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এতে জামায়াত-শিবির ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মিছিলকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই সুরুজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামায়াত মিছিল বের করার চেষ্টা করলে সেখান থেকে এক শিবির কর্মীকে আটক করা হয়েছে।
মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোবারক হোসাইন, লস্কর মো: তসলীম, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, মিজানুল হক, সোলাইমান হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ারুল করিম, আশরাফুল আলম, আব্দুল্লাহ ও নুরুল ইসলাম আকন্দ প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান