বাংলার খবর২৪.কম : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সময়মতো একটি নির্বাচন হবে। এর অর্থ তিনি আমাদের দাবি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন। জনগণের দাবির কাছে নতি স্বীকার করতে শুরু করেছেন। তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা নতি স্বীকারে বাধ্য হচ্ছে । মানুষ একটি প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায়। এ সরকার দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে বলে বিএনপির নেতা ফখরুল আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার সকাল ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে নয়াপল্টনে শুক্রবার সকাল ১০টা থেকে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি নির্বাচন যখন হয়েছে, তখন আরেকটি নির্বাচনও হবে। আর সেটা নির্দিষ্ট সময়েই হবে। কে কী বুঝল, তাতে কিছু আসে-যায় না। যে যার মতো বুঝতে চায়, বুঝে নিক। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদদের ভাষা আমরা বুঝি। তিনি (প্রধানমন্ত্রী) কী বোঝাতে চেয়েছেন, সেটাও আমরা বুঝতে পেরেছি।’ তিনি বলেন, নির্বাচন ও আন্দোলন দুটোরই প্রস্তুতি বিএনপির আছে।
সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে গণভবনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন সম্পের্কে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যে নতুন কিছু নেই। তিনি বিদেশ সফর করে এসে বরাবরের মতোই সংবাদ সম্মেলন করেছেন। তার বক্তব্যে নতুন কিছু নেই প্রধানমন্ত্রীর সফরে কোন সফলতা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর সম্পূর্ণ ব্যর্থ বলে উল্লেখও করেন তিনি। তার দাবি, সংবাদ সম্মেলনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যেও কোনো সফলতার প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। নারী গৃহকর্মী নেয়ার কথা বলা হচ্ছে। কিন্তু তা নতুন নয়। অনেক আগে থেকেই ছিল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত অভিমত। তার এ বক্তব্যের সঙ্গে জামায়াতের কোনো সংশ্লিষ্টতা নেই বলে আমরা মনে করি। আমরা এখন পর্যন্ত এ বিষয়ে জামায়াতের কোনো বক্তব্য বা প্রতিক্রিয়ার কথা শুনিনি। আমান আযমীর এ বক্তব্যকে আমরা আমলে নিচ্ছি না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান