বাংলার খবর২৪.কম : টেকনাফের হোয়াইক্যংয়ে জমি বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলার শিকার টেকনাফ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শামসুল আলম (৪৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শুক্রবার জুমার নামাজের পর বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের বৈঠকে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এলাকাবাসী জানায়, জুমার নামাজের পর হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ায় জমি বিরোধ নিয়ে সমস্যা সামাধানে প্রফেসর শামসুল আলম গ্রুপ এবং মোহাম্মদ শফি জালাল গ্রুপেয়ের মধ্যে আওয়ামী লীগ নেতা ফিরোজ চৌধুরীর নেতৃত্বে সমঝোতা বৈঠকে বসে। বৈঠকের এক পর্যায়ে মোহাম্মদ জালাল গ্রুপের লোকের শামসুল আলমের মাথায় আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এএসআই আরসাদ ঘটনাস্থল পরিদর্শন করে প্রফেসর শামসুল আলমকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।
এদিকে গুরুতর আহত প্রফেসর শামসুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যার সময় কক্সবাজারের ঈদগাঁও এলাকায় পৌঁছালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয় মেম্বার জাহেদ হোসাইন ও ফাঁড়ির আইসি এএসআই আরসাদ প্রফেসর শামসুল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান