বাংলার খবর২৪.কম : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এক অভিনব কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। এক ব্যক্তি প্রেসিডেন্ট বারাক ওবামার মুখোশ পরে ফাস্ট ফুডের দোকানে ডাকাতি করেছে।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সালেম শহরের এক ফাস্টফুডের দোকানে এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রে শুক্রবার থেকে ঘটা করে হ্যালোইন উৎসব পালন শুরু হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বেশ ক’দিন ধরে নানা রকমের মুখোশ পরে ঘুরছে বিভিন্ন বয়সের নারী-পুরুষ।
বৃহস্পতিবার রাতে বারাক ওবামার মুখোশ পরে ওই ডাকাত নিজের চেহারা সম্পূর্ণ লুকিয়ে ফেলে। একটি বন্দুক নিয়ে ওই ব্যক্তি সালেম শহরের ফাস্টফুডের দোকানটিতে ঢোকে এবং দোকানের ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে পালিয়ে যায়।
এদিকে দোকানের সিসিটিভির ফুটেজে দেখা যায়, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কালো পোশাক পরা ওই ব্যক্তি একটি মুখোশ ঠিক করছে।
সালেম পুলিশের এক মুখপাত্র জানান, অনেকগুলো ব্যাপার সামনে রেখে পুলিশ তদন্ত করছে। ওই ব্যক্তির মুখোশহীন ছবি সংগ্রহের চেষ্টা চলছে। এদিকে বিখ্যাত ব্যক্তিদের মুখোশ পরে ডাকাতির ঘটনা যুক্তরাষ্ট্রে নতুন নয়।
তিনি আরো জানান, আগামী দু’দিন পর্যন্ত হ্যালোইন উৎসবের নামে মুখোশধারীরা এ ধরণের অপকর্ম চালানোর চেষ্টা করবে। এজন্য স্থানীয় পুলিশ সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান।
উল্লেখ্য, ২০০৯ সালের ডিসেম্বরে এক ব্যক্তি রিচার্ড নিক্সনের মুখোশ পরে দুটি ব্যাংকে ডাকাতি করে। জুলাইয়ে ফ্লোরিডায় আলবার্ট আইনস্টাইনের মুখোশে একটি ব্যাংকে ডাকাতির অভিযোগে অপর এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান