বাংলার খবর২৪.কম : যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে আশুগঞ্জ সারকারখানা। শুক্রবার সন্ধ্যা ৭টায় এ কারখানা বন্ধ হয়ে যায়।
বন্ধ হওয়ার পরপরই কারখানা চালু করতে কাজ শুরু করেছে স্থানীয় প্রকৌশলীরা। তবে কবে নাগাদ উৎপাদনে আসতে পারবে তা নিশ্চিত করে বলতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।
আশুগঞ্জ সারকারখানা মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় সারকারখানার ইমপ্যাক্ট পাম্প বিকল হওয়ার সঙ্গে সঙ্গে উৎপাদন বন্ধ হয়ে যায়।
তিনি জানান, এখন মেরামত কাজ চলছে। তবে কখন চালু হবে নিশ্চিত করে তা বলতে পারেননি তিনি।