বাংলার খবর২৪.কম : বিশ্ব ব্যাংকের প্রতিবেদন সবসময় সঠিক হয় না। কখনো এরচেয়েও (প্রতিবেদন) বেশি হয়। এবার জিডিপি বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন
শুক্রবার বিকেলে সিলেটের কমিউনিটি সেন্টারে একটি সামাজিক অনুষ্ঠান শেষে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন বিশ্বব্যাংকে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ২ শতাংশে উন্নীত হওয়ার যে প্রতিবেদন দিয়েছে তা ঠিক নয়।
এছাড়া চলতি অর্থবছরে মূদ্রাস্ফীতি ৭ এর কম হবে বলে জানিয়েছেন তিনি।
বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সমালোচনা শুধু দেশেই হয়। বিদেশে বাংলাদেশের সমালোচনা হয় না। সেখানে বাংলাদেশ ‘দ্যা হিরো অব দি ওয়ার্ল্ড’। বিদেশিরা আমাদের দেশের উন্নয়ন কর্মকা-ে অংশ নিতে চায়।
তিনি আরো বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ আমাদের দীর্ঘদিনের বন্ধু। শুধুমাত্র পদ্মা সেতুতে অর্থায়ন বিষয়ে কিছুটা সমস্যা হয়েছিলো। এটা অনাকাঙ্খিত। তবে এ বিষয়টি শেষ হয়ে গেছে। এখন এ নিয়ে আর কেউ কথা বলে না।
মন্ত্রী আরো বলেন, গত ৫ বছরে রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের দেশে বিনিয়োগ ভাল হয়নি। যেখানে ৩২ শতাংশ হওয়া প্রয়োজন সেখানে আমাদের ২৫ থেকে ২৮ শতাংশ বিনিয়োগ হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান