বাংলার খবর২৪.কম : নাটোরের বড়াইগ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত আব্দুল ওহাব প্রামানিক (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
শুক্রবার সকাল ১০টার চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭ জনে।
আব্দুল ওহাব প্রামানিক গুরুদাসপুর উপজেলার চাঁচকৌড় এলাকার বাসিন্দা। রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুরের দিকে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
গত ২০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজির মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোট ৩৬ জন নিহত হন। ওই ঘটনায় গুরুতর আহত হন আব্দুল ওহাব প্রামানিকসহ ৪০ জন। ওই দিনই তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। এরপর থেকেই তিনি অচেতন অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান