পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

কুয়াশার চাদরে ঢাকা সকাল জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

বাংলার খবর২৪.কম 11_56311(2) : ষড় ঋতুর বাংলাদেশে চলছে হেমন্তকাল। বারো মাসের তের পার্বণের এ দেশে চলছে কার্তিক মাস। পঞ্জিকা অনুযায়ী শীত আসতে এখনো মাস দেড়েক বাকি।

কিন্তু প্রকৃতিতে চলছে শীতের আমেজ। হেমন্তের এ মাঝামাঝিতে গ্রাম বাংলার মাঠে মাঠে দেখা যাচ্ছে আমন ধানের আধা পাকা সবুজ শীষের দোল। কিছু কিছু জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। তারপরও দেশের সর্ব উত্তরের জনপদ দেশের শীত প্রবল এলাকা নীলফামারীতে চলছে পুরো শীতের আবহ। কুয়াশার চাদরে ঢাকা কার্তিকের এ সকাল জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

কুয়াশার চাদরে ঢাকা সকালে চারদিকে শুধুই সাদা ও নীরস প্রকৃতির হালকা অন্ধকার। দিগন্তজুড়ে যতদূর চোখ যায় সাদা সাদা জমাট বাঁধা বিন্দুর আবরণে ঢাকা রয়েছে শীত নামের এক ভয়ানক দৈত্যরাজ ঋতু শীত। হিম হিম অনুভব, এ যে শীতের আহ্বান। গত কয়েকদিন ধরে প্রকৃতিতে সে আবহই বিরাজমান।

প্রকৃতির বিচিত্র উপাদান ও অনুষঙ্গের মাঝে উল্লেখযোগ্য ঋতুটিই শীত। শীতের সঙ্গে মানুষের সম্পর্ক বন্ধু ও বন্ধুর উভয় ধরনের। শীত সেটা কারো জন্য কষ্টের আবার কারোর জন্য মজার। শীতের নানা উপহার ও উপচার মানুষকে দেয় পরম প্রশান্তি। অপরদিকে তীব্র শীত আনে দুঃসহ কষ্ট। হেমন্তের পর শীতের আগমন। আজকের আবহাওয়া জানান দিচ্ছে শীত এসে পৌঁছেছে বাঙালীর কুঁড়েঘরের দরজায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিই যেন শীতের পথ প্রদর্শক। বাইরে মেঘলা আকাশ, বইছে মৃদুমন্দ উত্তরের হিমেল হাওয়া। নতুন আরেকটি সময়ে প্রবেশ করতে যাচ্ছি, ভাবতে ভালোই লাগছে।

শীত মানেই তো এর হাঁড়িভরা মিষ্টি খেজুর রস, রসে ভেজানো মায়ের হাতে তৈরি নানা রকমের স্বাদে ভরা পিঠা, সকালের শিশিরভেজা ঘাস, প্রচণ্ড ঠান্ডায় আগুন জ্বেলে আগুন পোহানো। এমন আরো কত কি। এ যেন অপরূপ বাংলার চিরচেনা রূপের একটি অনুসঙ্গ।

ছোটদের কাছে শীতটা একটু অন্য রকম অনুভূতির। কারণ, শীত আসে ইংরেজি মাসের শেষ দিকে আর তখন সকল পরীক্ষা শেষ হয়ে যায়। ছোটরা তখন থাকে সকল চাপমুক্ত। ছুটে যায় প্রতীক্ষিত সেই গ্রামের বাড়িতে। যেখানে সারা বছর পড়াশোনার চাপে খাবারটাই ঠিকমতো খেতে পারে না, আর বিভিন্ন কারণে মায়েদেরও তেমন খাবার তৈরির ফুরসত কোথায়? তাই শীতেই আসে মজার মজার খাবার চেখে দেখার সেই অবারিত সুযোগ। আর সে সুযোগটির উপযুক্ত স্থান গ্রামের বাড়ি। হাঁড়িভরা মিষ্টি খেজুর রস, রসে ভেজানো নানা রকমের পিঠার প্রাচুর্য যেখানে। সকালের শিশিরভেজা ঘাসে মুক্ত বাতাসে ছোটাছুটি সেও কি কম আনন্দের।

শীতকালে সত্যি কষ্ট বেড়ে যায় ছিন্নমূল মানুষের। শীতকে রোখার মতো কাপড় চোপড়ের বড়ই অভাব তাদের। যেখানে সেখানে ইচ্ছে হলেই ঘুমিয়ে পড়ার সুযোগটিও হারিয়ে যায় তাদের। শীত তাদের কাছে এসেছে অভিশপ্ত হয়ে। আর এসব দৃশ্যই এখন জানান দিচ্ছে তোমার দেশে শীত এসেছে।

এছাড়া গ্রাম বাংলায় চোখ মেললেই দেখা যাচ্ছে শীতকালের ফসল গম, আলু, টমেটো, গাজর, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, সরিষাসহ নানা রকমের রবিশস্য চাষাবাদের ব্যাপক প্রস্তুতি। কৃষকরা লাঙল কাঁধে নিয়ে জমিতে গিয়ে দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন ফসল চাষের জন্য। কুয়াশার মধ্যেই দেখা যাচ্ছে আবহমান বাংলার চিরচেনা এসব দৃশ্য।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

কুয়াশার চাদরে ঢাকা সকাল জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

আপডেট টাইম : ০৪:৫৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম 11_56311(2) : ষড় ঋতুর বাংলাদেশে চলছে হেমন্তকাল। বারো মাসের তের পার্বণের এ দেশে চলছে কার্তিক মাস। পঞ্জিকা অনুযায়ী শীত আসতে এখনো মাস দেড়েক বাকি।

কিন্তু প্রকৃতিতে চলছে শীতের আমেজ। হেমন্তের এ মাঝামাঝিতে গ্রাম বাংলার মাঠে মাঠে দেখা যাচ্ছে আমন ধানের আধা পাকা সবুজ শীষের দোল। কিছু কিছু জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। তারপরও দেশের সর্ব উত্তরের জনপদ দেশের শীত প্রবল এলাকা নীলফামারীতে চলছে পুরো শীতের আবহ। কুয়াশার চাদরে ঢাকা কার্তিকের এ সকাল জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

কুয়াশার চাদরে ঢাকা সকালে চারদিকে শুধুই সাদা ও নীরস প্রকৃতির হালকা অন্ধকার। দিগন্তজুড়ে যতদূর চোখ যায় সাদা সাদা জমাট বাঁধা বিন্দুর আবরণে ঢাকা রয়েছে শীত নামের এক ভয়ানক দৈত্যরাজ ঋতু শীত। হিম হিম অনুভব, এ যে শীতের আহ্বান। গত কয়েকদিন ধরে প্রকৃতিতে সে আবহই বিরাজমান।

প্রকৃতির বিচিত্র উপাদান ও অনুষঙ্গের মাঝে উল্লেখযোগ্য ঋতুটিই শীত। শীতের সঙ্গে মানুষের সম্পর্ক বন্ধু ও বন্ধুর উভয় ধরনের। শীত সেটা কারো জন্য কষ্টের আবার কারোর জন্য মজার। শীতের নানা উপহার ও উপচার মানুষকে দেয় পরম প্রশান্তি। অপরদিকে তীব্র শীত আনে দুঃসহ কষ্ট। হেমন্তের পর শীতের আগমন। আজকের আবহাওয়া জানান দিচ্ছে শীত এসে পৌঁছেছে বাঙালীর কুঁড়েঘরের দরজায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিই যেন শীতের পথ প্রদর্শক। বাইরে মেঘলা আকাশ, বইছে মৃদুমন্দ উত্তরের হিমেল হাওয়া। নতুন আরেকটি সময়ে প্রবেশ করতে যাচ্ছি, ভাবতে ভালোই লাগছে।

শীত মানেই তো এর হাঁড়িভরা মিষ্টি খেজুর রস, রসে ভেজানো মায়ের হাতে তৈরি নানা রকমের স্বাদে ভরা পিঠা, সকালের শিশিরভেজা ঘাস, প্রচণ্ড ঠান্ডায় আগুন জ্বেলে আগুন পোহানো। এমন আরো কত কি। এ যেন অপরূপ বাংলার চিরচেনা রূপের একটি অনুসঙ্গ।

ছোটদের কাছে শীতটা একটু অন্য রকম অনুভূতির। কারণ, শীত আসে ইংরেজি মাসের শেষ দিকে আর তখন সকল পরীক্ষা শেষ হয়ে যায়। ছোটরা তখন থাকে সকল চাপমুক্ত। ছুটে যায় প্রতীক্ষিত সেই গ্রামের বাড়িতে। যেখানে সারা বছর পড়াশোনার চাপে খাবারটাই ঠিকমতো খেতে পারে না, আর বিভিন্ন কারণে মায়েদেরও তেমন খাবার তৈরির ফুরসত কোথায়? তাই শীতেই আসে মজার মজার খাবার চেখে দেখার সেই অবারিত সুযোগ। আর সে সুযোগটির উপযুক্ত স্থান গ্রামের বাড়ি। হাঁড়িভরা মিষ্টি খেজুর রস, রসে ভেজানো নানা রকমের পিঠার প্রাচুর্য যেখানে। সকালের শিশিরভেজা ঘাসে মুক্ত বাতাসে ছোটাছুটি সেও কি কম আনন্দের।

শীতকালে সত্যি কষ্ট বেড়ে যায় ছিন্নমূল মানুষের। শীতকে রোখার মতো কাপড় চোপড়ের বড়ই অভাব তাদের। যেখানে সেখানে ইচ্ছে হলেই ঘুমিয়ে পড়ার সুযোগটিও হারিয়ে যায় তাদের। শীত তাদের কাছে এসেছে অভিশপ্ত হয়ে। আর এসব দৃশ্যই এখন জানান দিচ্ছে তোমার দেশে শীত এসেছে।

এছাড়া গ্রাম বাংলায় চোখ মেললেই দেখা যাচ্ছে শীতকালের ফসল গম, আলু, টমেটো, গাজর, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, সরিষাসহ নানা রকমের রবিশস্য চাষাবাদের ব্যাপক প্রস্তুতি। কৃষকরা লাঙল কাঁধে নিয়ে জমিতে গিয়ে দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন ফসল চাষের জন্য। কুয়াশার মধ্যেই দেখা যাচ্ছে আবহমান বাংলার চিরচেনা এসব দৃশ্য।