
বাংলার খবর২৪.কম: মুন্সীগঞ্জে পদ্মা নদীতে পিনাক-৬ নামের যে লঞ্চটি ডুবে গেছে তার জন্য সরকারকে দুষলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। র্মমান্তিক ও হৃদয় বিদারক এ ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তিনি।
ঘটনার প্রায় দশ ঘন্টা পর সোমবার রাতে দলের দপ্তরের দায়িত্ব প্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এর সই করা এক বিবৃতিতে এ ঘটনায় সরকারি ব্যর্থতার কড়া সমালোচনা করে বেগম খালেদা জিয়া বলেছেন, “সরকার দেশ পরিচালনায় সামগ্রিকভাবে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে এই লঞ্চ ডুবি তাবই বহি:প্রকাশ। পদ্মা নদীতে তিন শতাধিক যাত্রীসহ লঞ্চডুবিতে যারা প্রাণ হারিয়েছে, আহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে তাদের স্বজনদের মত আমিও গভীরভাবে ব্যথিত, শোকাভিভূত ও উদ্বিগ্ন।”
তিনি বলেন, “বারবার নদ-নদীতে নৌযান ডুবির ঘটনায় অসংখ্য মানুষের জীবনহানি ঘটার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে। জনগণের প্রতি সরকারের দায়িত্ববোধ না থাকার কারনেই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে। নদ-নদীতে একের পর এক নৌযান দূর্ঘটনার পূনরাবৃত্তিতে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতিতেও সরকারের টনক নড়ছে না।”
বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তড়িৎ ব্যবস্থা গ্রহণসহ ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবী জানান। বেগম জিয়া নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই বিশাল শোক সইবার ক্ষমতা প্রদানের জন্য মহান রাব্বুল আল- আমিনের দরবারে মোনাজাত করেন।
সকাল এগারোটার দিকে অতিরিক্ত যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায় । ধারণা করা হচ্ছে লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিলো। এ পর্যন্ত অন্তত ১৫টি লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। কিছু যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও অনেকে নিখোজ রয়েছে। উদ্ধার তৎপরতায় সংশ্লিষ্টদের তৎপরতা থাকলেও বৈরি আবহাওয়ায় তা বিঘ্ন হচ্ছে।