বাংলার খবর২৪.কম : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিসংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসদরের টিএন্ডটি অফিস সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা সদরে টিএন্ডটি অফিস সংলগ্ন ২৫ শতাংশ জমি নিয়ে আবদুল হাই গ্রুপের সঙ্গে দুলাল মিয়া গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার আবদুল হাই ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ দুলাল গ্রুপ বাধা দেয়। এতে তর্ক-বির্তকের এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
গুরুতর আহতের মধ্যে আল আমিন (৩০), নুর জাহান (২৫), কামাল উদ্দিন (৩৫), দুলাল মিয়া (৫০), আলম মিয়া (২৯), রওশনারা (৩৫) ও আবদুল হাই (৫০) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আমিনুল ইসলাম (৬০), আবদুল খালেক (৪০) ও সাহারা সুলতানাকে (৩০) পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয় ক্লিনিক ও বিভিন্ন ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়েছে।