বাংলার খবর২৪.কম : পঞ্চগড় জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিনে বৃহস্পতিবার নাশকতা চেষ্টার অভিযোগে ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
তাদের মধ্যে পঞ্চগড় সদর থানা পুলিশ সাতজন, তেঁতুলিয়া থানা পুলিশ একজন, বোদা থানা পুলিশ একজন, আটোয়ারী থানা পুলিশ একজন ও দেবীগঞ্জ থানা পুলিশ একজনকে আটক করে।
তারা হলেন- পঞ্চগড় জেলা শাখার স্কুল ও বিতর্ক বিষয়ক সভাপতি মো. মিজানুর রহমান (২৬), বোদা উপজেলার বেংহাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রিপন (২৪), পঞ্চগড় সদর উপজেলার তুলারডাঙ্গা এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মোকলেছার রহমান (৩৫), একই গ্রামের জয়নুদ্দিনের ছেলে আজাহার আলী (৫০), রজনগর গ্রামের আসলাম আলীর ছেলে আতিক রহমান (৩০), পঞ্চগড় শহরের ডোকরোপাড়া গ্রামের মইজউদ্দীনের ছেলে লাবু হোসেন সাগর (২৮), পঞ্চগড় সরকারি টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক আবু তাহের (৪২)।
এ ছাড়া বোদা থানা পুলিশ উপজেলার জায়গীরপাড়া গ্রামের করিম উদ্দীনের ছেলে ফরহাদ আলী (৩২), তেঁতুলিয়া থানা পুলিশ মাঝিপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে বাদশা (৩৫), দেবীগঞ্জ থানা পুলিশ ভাউলাগঞ্জ এলাকার সোবহান আলীর ছেলে ইউনুস আলী (৩৫) ও আটোয়ারী থানা পুলিশ পানপাড়া গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলামকে (৩৬) আটক করে।
জেলা পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান