বাংলার খবর২৪.কম' বগুড়া : বগুড়ায় মোয়াজ্জেম হোসেন (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া সদরের সাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত মোয়াজ্জেম হোসেন চালিতাবাড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং সাখারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
বগুড়া সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম জানান, মোয়াজ্জেম হোসেনসহ আওয়ামী লীগের ১০-১২ জন নেতাকর্মী স্থানীয় আনন্দগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে চালিতাবাড়ি উত্তরপাড়া গ্রামের রাস্তায় পৌঁছানো মাত্র ৮-১০টি মোটরসাইকেলযোগে একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে ভয়ে সবাই পালিয়ে যায়।
পরে মোয়াজ্জেম হোসেনকে একটি কলার বাগানে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪টি রিভলবারের গুলির খোসা উদ্ধার করে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা তারাজুল ইসলাম জানান, স্থানীয় বিরোধের জের ধরে ছাত্রলীগের এক সাবেক নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী মোয়াজ্জেম হোসেনকে হত্যা করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান