প্রতিনিধি মুন্সিগঞ্জ: প্রায় আড়াইশ যাত্রী নিয়ে পিনাক-৬ নামে একটি লঞ্চ পদ্মা নদীতে ডুবে গেছে।
দুপুর ২টা পর্যন্ত লঞ্চের অজ্ঞাত পরিচয় ১২ মরদেহ উদ্ধার করে মাওয়া প্রান্তে রাখা হয়েছে বলে মাওয়ার নৌ-পুলিশের ইনচার্জ এসআই খন্দকার খালিদ হোসেন জানিয়েছেন। জীবিত উদ্ধার অন্তত ৫০ জনকে স্থানীয় হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতদের অধিকাংশের বাড়ি মাদারীপুর ও শরীয়তপুর জেলায়। ঈদ শেষে তারা কর্মস্থলে ফিরছিলেন।
লঞ্চটি মাওয়ার ১ কিলোমিটার অদূরে প্রায় ৭০-৭৫ ফুট পানির গভীরে তলিয়ে গেছে। র্যাব হেলিকপ্টার দিয়ে দুর্ঘটনাস্থল মাঝ পদ্মায় টহল কাজ চালিয়ে যাচ্ছে। পিনাক-৬ লঞ্চটি ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। ওভারলোডিং ও পদ্মায় তীব্র স্রোতের কারণে লঞ্চটি ডুবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার সকাল ১১টার দিকে কাওড়াকান্দি থেকে মাওয়া যাওয়ার নদীর লৌহজং টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে দুপুর ২টা পর্যন্ত লঞ্চের অজ্ঞাত পরিচয় ১২ মরদেহ উদ্ধার করে মাওয়া প্রান্তে রাখা হয়েছে বলে মাওয়ার নৌ-পুলিশের ইনচার্জ এসআই খন্দকার খালিদ হোসেন জানিয়েছেন। জীবিত উদ্ধার অন্তত ৫০ জনকে স্থানীয় হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতদের অধিকাংশের বাড়ি মাদারীপুর ও শরীয়তপুর জেলায়। ঈদ শেষে তারা কর্মস্থলে ফিরছিলেন।
লঞ্চটি মাওয়ার ১ কিলোমিটার অদূরে প্রায় ৭০-৭৫ ফুট পানির গভীরে তলিয়ে গেছে। র্যাব হেলিকপ্টার দিয়ে দুর্ঘটনাস্থল মাঝ পদ্মায় টহল কাজ চালিয়ে যাচ্ছে। পিনাক-৬ লঞ্চটি ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। ওভারলোডিং ও পদ্মায় তীব্র স্রোতের কারণে লঞ্চটি ডুবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নদীতে তীব্র স্রোতের কারণে লঞ্চটি ডুবে যায় বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর ট্রলার ও স্পিডবোট নিয়ে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজ শুরু করেন। পরে কোস্ট গার্ড ও ফায়ার সাভির্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেন।
লঞ্চডুবির খবর পেয়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান ঘটনাস্থলে ছুটে গেছেন। নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তম এবং নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবরিদল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান