বাংলার খবর২৪.কম : রাজশাহী নগরীতে র্যাব পরিচয়ে চাঁদাবাজি ও আটকের ভয়ভীতি দেখিয়ে স্বর্ণের চেইনসহ নগদ অর্থ লুটের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরীর দরগাপাড়া এলাকার পদ্মা গার্ডেন থেকে তাদের আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন; নগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকার গোলাম মোস্তফার ছেলে মোস্তাক আহমেদ (৩৬) ও বিনোদপুর এলাকার আজিজুলের ছেলে বেন্টু (২৭)।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর হোসেন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
ওসি আরো জানান, সম্প্রতি নগরীর উপর ভদ্রা এলাকায় রানী নামের এক নারীর বাসায় আটককৃতরা র্যাব সদস্য পরিচয়ে অভিযান চালায়। এসময় তারা আটকের ভয় দেখিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও আলমারিতে থাকা নগদ অর্থ লুট করে নেয়।
পরে ভুক্তভোগী ওই নারী খোঁজ নিয়ে প্রকৃত ঘটনা জানতে পেরে গত ২৩ অক্টোবর রাতে বোয়ালিয়া মডেল থানার একটি অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই গোপনে অভিযোগের তদন্ত করতে থাকে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ওই দুই যুবক রানীর মোবাইল ফোনে আবারো র্যাব সদস্য পরিচয় দিয়ে আরো টাকা দাবি করে। তিনি বিষয়টি দ্রুত থানায় জানালে কৌশলে পুলিশ পদ্মা গার্ডেনে তাদের ডেকে নিয়ে আটক করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান