বাংলার খবর২৪.কম : ময়মনসিংহের গফরগাঁও রৌহা কারিগরি স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিতাদেশ চেয়ে কলেজের সাবেক সহকারী টাইপিস্ট হাবিবুর রহমান বাদী হয়ে ২৩ অক্টোবর হাই কোর্টের ডিভিশান বেঞ্চে একটি রিট আবেদন দাখিল করেন।
বৃহস্পতিবার গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও রৌহা কারিগরি স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল বারীর কাছে এই রিট আবেদনের একটি কপি ডাকযোগে পৌঁছায়।
অভিযোগে জানা গেছে, বিগত ২৬ জুন একটি জাতীয় দৈনিকে গফরগাঁও রৌহা কারিগরি স্কুল এন্ড কলেজে জন্য শূন্য পদে এক জন কম্পিউটার সহকারী, এক জন হিসাব বিজ্ঞান প্রভাষক এবং একজন ইংরেজি প্রভাষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি প্রকাশের পর তিনটি পদের বিপরীতে ১২ টি আবেদন পত্র জমা পড়ে। কিন্তু নিয়োগ নিয়ে কারিগরি স্কুল এন্ড কলেজের পরিচলনা পরিষদ ও অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলে এলাকাবাসী।
কলেজের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করতে সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন শিক্ষক ও এলাকাবাসী।
কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, আগামী ৬ নভেম্বর এই কলেজের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এজন্য প্রত্যেক প্রার্থীর কাছে পত্র পঠানো হয়েছে।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও রৌহা কারিগরি স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল বারী জানান, এডভোকেট মোজাম্মেল হক বারী স্বাক্ষরিত রিটপিটিশনের একটি কপি আজ ডাকযোগে পেয়েছি। কিন্তু রিট আবেদনে কপিতে আদালতের কোনো নির্দেশনা দেয়া নেই।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান