বাংলার খবর২৪.কম ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে পরিচালিত সকল ভূয়া ফেসবুক পেইজ এবং গ্রুপ বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত বা অনুমোদিত কোনো স্বীকৃত ফেইসবুক পেইজ বা গ্রুপ না থাকা সত্ত্বেও সম্প্রতি ‘University of Dhaka ,Dhaka Universit’ ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে বেশকিছু পেইজ এবং গ্রুপ খোলা হয়েছে। যেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসকল পেইজ বা গ্রুপ থেকে প্রকাশিত বিভিন্ন পোস্ট, ছবি ও কমেন্ট অনেক ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবনা হিসেবে গৃহীত হচ্ছে যা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও চেতনার সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন করছে।
তাই এসব পেইজ বা গ্রুপগুলো পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সকলকে এগুলো বন্ধ করার পরামর্শ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যথায় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।