বাংলার খবর২৪.কম ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নভুক্ত পূর্ব ইউরোপের প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে সুইডেন।
বৃহস্পতিবার সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর দিয়েছে।
ইসরায়েলি বর্বরতা থেকে স্বাধীনতা পেতে দীর্ঘদিন ধরে যে সংগ্রাম করছে ফিলিস্তিনিরা, বৃহস্পতিবার সেই সংগ্রামকেই সম্মান জানাল সুইডেন। গত ৩ অক্টোবর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি।
ফিলিস্তিনিরা এই খবরে আনন্দ-উল্লাস করছে। অন্যদিকে, সুইডিশ এ্যাম্বাসেডরকে সমন জারি করেছে ইসরায়েল।
সুইডেনের পররাষ্ট্র মন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম এক বিবৃতিতে বলেন, ‘নিজেদের শাসন ব্যবস্থা গড়ে তোলোর অধিকার ফিলিস্তিনিদেরও আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, এটা অন্যদেরও পথ দেখাবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক আইনের যতটুকু সমর্থন থাকা দরকার, তা পুরোপুরিই আছে।’
সুইডেনের এই উদ্যোগকে ‘সাহসী ও ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
এর আগে পূর্ব ইউরোপের সাত ইইউ সদস্য দেশ বুলগেরিয়া, সাইপ্রাস, চেকপ্রজাতন্ত্র, হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড ও রোমানিয়া ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।
ইউ সদস্যদেশ নয়, কিন্তু পশ্চিম ইউরোপের দেশ আইসল্যান্ডও ফিলিস্তিকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।
এই ধরনের কূটনৈতিক প্রচেষ্টায় ফিলিস্তিন কখনোই স্বাধীন ভূখ- বলে স্বীকৃতি পাবে না, বরাবরই বলে আসছে ইসরায়েল।
ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্রও সুইডেনকে এমন স্বীকৃতি দান থেকে বিরত থাকতে সতর্ক করেছিল। যুক্তরাষ্ট্র মনে করে, ফিলিস্তিন রাষ্ট্রের মীমাংসা হতে পারে কেবল ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সরাসরি সমঝোতায়।
সূত্র : আলজাজিরা
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান