অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

৪ মামলার রায় এ মাসেই!

image_91851_0ফারুক আহম্মেদ সুজন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার জন্য অপেক্ষামান থাকা চারটি মামলার রায় এ মাসেই হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে প্রসিকিউটর মোহাম্মদ আলী বলেছেন, রায় ঘোষণা কবে করা হবে এটা সম্পূর্ণ ট্রাইব্যুনালেরর এখতিয়ার। ট্রাইব্যুনাল যথাযথ সময়েই রায় দেবে বলেও মন্তব্য করেন তিনি।

রায় ঘোষণার অপক্ষোয় থাকা চার মামলার মধ্যে জামায়াতের আমির সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর মামলা ২৬১ দিন, নগরকান্দা পৌরসভা মেয়র ও বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেন খোকনের মামলা তিন মাস ১৬ দিন, জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলা দুই মাস ২৬দিন এবং এক মাস ২৮ দিন ধরে রায়ের অপেক্ষায় আছে ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা হাজী মোবারক হোসেনের মামলা।

একাত্তরে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ২০১২ সালের ২২ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ নামে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। এ দুটি ট্রাইব্যুনালে গত চার বছর ৪ মাসে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির একাধিক নেতাসহ ২০ জনের বিরুদ্ধে বিচারের জন্য ১৯টি মামলা করা হয়। এ পর্যন্ত দুটি ট্রাইব্যুনালে ৯টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। ৯টি মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এসব মামলায় জামায়াতের সাবেক আমির গোলাম আযম, দলটির বর্তমান নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, সাবেক রুকন আবুল কালাম আযাদ, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আবদুল আলীম, প্রবাসী দুই বাংলাদেশি চৌধুরী মঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের সাজা হয়েছে।
সাজাপ্রাপ্তদের তিনজন পলাতক রয়েছেন। পলাতকরা হলেন আবুল কালাম আজাদ, আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দিন। ইতোমধ্যে আপিল বিভাগে জামায়াত নেতা কাদের মোল্লার মামলা নিষ্পত্তি হওয়ার পর এর রায়ও কার্যকর করা হয়েছে। এছাড়া বিচার চলাকালে জামায়াত নেতা একেএম ইউসুফের মামলা নথিভুক্ত করেন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এ চারটি মামলা রায় ঘোষণার অপেক্ষায় (সিএভি) রাখা হয়েছে।
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা আট মাস ১৭ দিন ধরে রায়ের অপেক্ষায় আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ। এই মামলাটি গত বছরের ১৩ নভেম্বর বিচারিক কার্যক্রম প্রথম দফায় শেষ হওয়ার পর এ পর্যন্ত তিনবার রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
গত ১৩ নভেম্বর মামলাটি রায় ঘোষনার অপেক্ষমাণ রাখা হয়৷ কিন্তু রায় ঘোষণার আগেই বিচারপতি এটিএম ফজলে কবীরের চাকরির বয়সসীমা পূর্ণ হওয়ায় গত বছরের ৩১ ডিসেম্বর তিনি অবসর নেন। সেই থেকে চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। এরপর গত ২৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়োগ দেওয়া হয়। তিনি দায়িত্ব গ্রহণের পর ১০ মার্চ থেকে এ মামলায় নতুন করে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন। ২৪ মার্চ দ্বিতীয় দফায় রায় অপেক্ষমাণ রাখা হয়৷ এরপর ট্রাইব্যুনাল গত ২৪ জুন রায় ঘোষনার দিন ধার্য করা হয়েছিল। কিন্তু ২৩ জুন রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা যুক্তিসংগত মনে না করায় ট্রাইব্যুনাল-১ রায় আবার অপেক্ষমাণ রাখেন। ওইদিন ২৪ জুন আবারো রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ ট্রাইব্যুনাল।
২০১২ সালের ২৮ মে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনে মধ্য দিয়ে বিচার শুরু হয়।
মাওলানা মতিউর রহমান নিজামী পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন ১৯৯১ ও ২০০১ সংসদের সদস্য নির্বাচিত হন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তিনি ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত কৃষি মন্ত্রী ও ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত তিনি শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে মামলা ১০৯ দিন ধরে রায় ঘোষনার জন্য অপেক্ষায় আছে। গত ১৭ এপ্রিল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখার (সিএভি) আদেশ দেন।
গত বছরের ৯ অক্টোবর জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
৯১ দিন ধরে অপেক্ষমাণ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মামলার রায়। গত ৪ মে মীর কাসেম আলী বিরুদ্ধে মামলার অপেক্ষমান রাখা হয়। ওইদিন মামলার সর্বশেষ যুক্তিতর্ক শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
গত বছরের ৫ সেপ্টেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের মধ্যে ৮ জনকে নির্যাতনের পর হত্যা, লাশ গুম এবং ৩৪ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। মীর কাসেম আলীকে গত বছর ১৭ জুন গ্রেফতার করা হয়।
৬৩ দিন ধরে রায়ের অপেক্ষায় আছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা াওয়ামী লীগের সাবেক বহিষ্কৃত নেতা ও জামায়াতের সাবেক রুকন হাজী মোবারক হোসেনের বিরুদ্ধের মামলা ।
গত ২ জুন হাজী মোবারক হোসেনের রায় ঘোষণার অপেক্ষমান রাখা হয়। ওইদিন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। গত বছরের ১৬ মে মোবারক হোসেনের বিরুদ্ধে ওপেনিং স্টেটমেন্ট (সূচনা বক্তব্য) উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ। ওই বছরের ২৫ ফেরুয়ারি রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলী বলেছেন, রায় কবে হবে, কোন দিন হবে, এটা সম্পূর্ণ ট্রাইব্যুনালেরর এখতিয়ার। ট্রাইব্যুনাল যথাযথ সময়ই রায় প্রদান করবেন বলে মন্তব্য করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

৪ মামলার রায় এ মাসেই!

আপডেট টাইম : ০৩:১৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০১৪

image_91851_0ফারুক আহম্মেদ সুজন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার জন্য অপেক্ষামান থাকা চারটি মামলার রায় এ মাসেই হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে প্রসিকিউটর মোহাম্মদ আলী বলেছেন, রায় ঘোষণা কবে করা হবে এটা সম্পূর্ণ ট্রাইব্যুনালেরর এখতিয়ার। ট্রাইব্যুনাল যথাযথ সময়েই রায় দেবে বলেও মন্তব্য করেন তিনি।

রায় ঘোষণার অপক্ষোয় থাকা চার মামলার মধ্যে জামায়াতের আমির সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর মামলা ২৬১ দিন, নগরকান্দা পৌরসভা মেয়র ও বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেন খোকনের মামলা তিন মাস ১৬ দিন, জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলা দুই মাস ২৬দিন এবং এক মাস ২৮ দিন ধরে রায়ের অপেক্ষায় আছে ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা হাজী মোবারক হোসেনের মামলা।

একাত্তরে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ২০১২ সালের ২২ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ নামে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। এ দুটি ট্রাইব্যুনালে গত চার বছর ৪ মাসে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির একাধিক নেতাসহ ২০ জনের বিরুদ্ধে বিচারের জন্য ১৯টি মামলা করা হয়। এ পর্যন্ত দুটি ট্রাইব্যুনালে ৯টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। ৯টি মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এসব মামলায় জামায়াতের সাবেক আমির গোলাম আযম, দলটির বর্তমান নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, সাবেক রুকন আবুল কালাম আযাদ, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আবদুল আলীম, প্রবাসী দুই বাংলাদেশি চৌধুরী মঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের সাজা হয়েছে।
সাজাপ্রাপ্তদের তিনজন পলাতক রয়েছেন। পলাতকরা হলেন আবুল কালাম আজাদ, আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দিন। ইতোমধ্যে আপিল বিভাগে জামায়াত নেতা কাদের মোল্লার মামলা নিষ্পত্তি হওয়ার পর এর রায়ও কার্যকর করা হয়েছে। এছাড়া বিচার চলাকালে জামায়াত নেতা একেএম ইউসুফের মামলা নথিভুক্ত করেন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এ চারটি মামলা রায় ঘোষণার অপেক্ষায় (সিএভি) রাখা হয়েছে।
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা আট মাস ১৭ দিন ধরে রায়ের অপেক্ষায় আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ। এই মামলাটি গত বছরের ১৩ নভেম্বর বিচারিক কার্যক্রম প্রথম দফায় শেষ হওয়ার পর এ পর্যন্ত তিনবার রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
গত ১৩ নভেম্বর মামলাটি রায় ঘোষনার অপেক্ষমাণ রাখা হয়৷ কিন্তু রায় ঘোষণার আগেই বিচারপতি এটিএম ফজলে কবীরের চাকরির বয়সসীমা পূর্ণ হওয়ায় গত বছরের ৩১ ডিসেম্বর তিনি অবসর নেন। সেই থেকে চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। এরপর গত ২৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়োগ দেওয়া হয়। তিনি দায়িত্ব গ্রহণের পর ১০ মার্চ থেকে এ মামলায় নতুন করে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন। ২৪ মার্চ দ্বিতীয় দফায় রায় অপেক্ষমাণ রাখা হয়৷ এরপর ট্রাইব্যুনাল গত ২৪ জুন রায় ঘোষনার দিন ধার্য করা হয়েছিল। কিন্তু ২৩ জুন রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা যুক্তিসংগত মনে না করায় ট্রাইব্যুনাল-১ রায় আবার অপেক্ষমাণ রাখেন। ওইদিন ২৪ জুন আবারো রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ ট্রাইব্যুনাল।
২০১২ সালের ২৮ মে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনে মধ্য দিয়ে বিচার শুরু হয়।
মাওলানা মতিউর রহমান নিজামী পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন ১৯৯১ ও ২০০১ সংসদের সদস্য নির্বাচিত হন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তিনি ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত কৃষি মন্ত্রী ও ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত তিনি শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে মামলা ১০৯ দিন ধরে রায় ঘোষনার জন্য অপেক্ষায় আছে। গত ১৭ এপ্রিল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখার (সিএভি) আদেশ দেন।
গত বছরের ৯ অক্টোবর জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
৯১ দিন ধরে অপেক্ষমাণ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মামলার রায়। গত ৪ মে মীর কাসেম আলী বিরুদ্ধে মামলার অপেক্ষমান রাখা হয়। ওইদিন মামলার সর্বশেষ যুক্তিতর্ক শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
গত বছরের ৫ সেপ্টেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের মধ্যে ৮ জনকে নির্যাতনের পর হত্যা, লাশ গুম এবং ৩৪ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। মীর কাসেম আলীকে গত বছর ১৭ জুন গ্রেফতার করা হয়।
৬৩ দিন ধরে রায়ের অপেক্ষায় আছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা াওয়ামী লীগের সাবেক বহিষ্কৃত নেতা ও জামায়াতের সাবেক রুকন হাজী মোবারক হোসেনের বিরুদ্ধের মামলা ।
গত ২ জুন হাজী মোবারক হোসেনের রায় ঘোষণার অপেক্ষমান রাখা হয়। ওইদিন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। গত বছরের ১৬ মে মোবারক হোসেনের বিরুদ্ধে ওপেনিং স্টেটমেন্ট (সূচনা বক্তব্য) উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ। ওই বছরের ২৫ ফেরুয়ারি রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলী বলেছেন, রায় কবে হবে, কোন দিন হবে, এটা সম্পূর্ণ ট্রাইব্যুনালেরর এখতিয়ার। ট্রাইব্যুনাল যথাযথ সময়ই রায় প্রদান করবেন বলে মন্তব্য করেন তিনি।