বাংলার খবর২৪.কম : সকল বাধাকে উপেক্ষা করে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী আসমা আক্তারের (১৩) বিয়ে হয়েছে। জেএসসি পরীক্ষার দু’দিন আগেই এই কিশোরীকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
এক সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পরেও জেএসসি পরীক্ষার্থীর এ বাল্য বিবাহ ঠেকানো যায়নি।
অথচ আর মাত্র দু’দিন পরেই জেএসসি পরীক্ষা এই কিশোরীর। এখন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কি না তাতেই অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান দুলাল ফরাজী কিশোরীকে বিয়ে দেবার কথা স্বীকার করে জানান, তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোরীর বাবাকে বিয়েটি বন্ধ করার পরামর্শ দেন।
তখন কিশোরীর বাবা বিয়ে বন্ধের মিথ্যে আশ্বাস দিলেও পরে চেয়ারম্যানের সাথে প্রতারণা করে মেয়েটিকে বিয়ে দেন তার বাবা।
চেয়ারম্যান তার বাড়ি থেকে চলে আসার পরই বড়বগী ইউনিয়নের তালুকদারপাড়া গ্রামের শাহজাহানের কিশোর পুত্র খোকনের (১৭) সাথে আসমার বিয়ে দেন। বিয়ের পর রাতেই আনুষ্ঠানিকভাবে আসমাকে তার শ্বশুরবাড়ি পাঠানো হয়।
বিয়ে প্রসঙ্গে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন জানান, নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান তাকে জানিয়েছিলেন বিয়েটি বন্ধ হয়েছে।
তাই তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করেননি। তিনি আরো জানান, যারা বিয়ে পড়িয়েছেন তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান