প্রতিনিধি কুড়িগ্রাম: রৌমারী থানার চত্বরে রাখা আওয়ামী লীগের এক নেতা ও সাবেক সাংসদের শুল্কমুক্ত গাড়িতে আগুন দিয়েছে কে বা কারা। এতে গাড়ির ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে যায়। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।
গাড়ির মালিক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (কুড়িগ্রাম-৪) ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. জাকির হোসেন।
পুলিশ জানায়, রোববার ভোররাতে রৌমারী থানা চত্বরে সাংসদের শুল্কমুক্ত গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বিষয়টি টের পেয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভায়। এ সময় গাড়ির নিচ থেকে কয়েকটি পটকা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে সাবেক এমপি জাকির হোসেন অভিযোগ করেন, “আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান