বাংলার খবর২৪.কম : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের আওতায় এ বছর শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার বেড়েছে। এ বছর ১ লাখ ৯৪ হাজার ৫৬১ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিতে চলেছে।
আগামী ২ নভেম্বর থেকে যশোর বোর্ডের আওতায় ১০ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ড অফিস সূত্র জানায়, ১০ জেলা থেকে এবার মোট ২ হাজার ৭২৯ টি স্কুলের ২৪১ টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা হবে। মোট শিক্ষার্থীর মধ্যে ৯৪ হাজার ১২১ জন ছাত্র এবং ১ লাখ ৪৪০ জন ছাত্রী। এরমধ্যে নিয়মিত শিক্ষার্থী ১ লাখ ৮৩ হাজার ৭৮ জন এবং অনিয়মিত শিক্ষার্থীর রয়েছে ১১ হাজার ৪৮৩ জন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবু দাউদ জানিয়েছেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আশা করছি, অন্যান্য বারের মতো এবারো নকলমুক্ত পরিবেশে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে’।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান